গণিত ইশকুলের বন্ধুরা কেমন আছ ? শিরোনাম দেখে অনেকে ভাবতে শুরু করে দিয়েছ “একের ভিতর তিন” আসলে কী ? আমিই বলে দিচ্ছি, আজকে তোমাদের সঙ্গে ৩টি মজার জ্যামিতি সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো, একে একে শুরু করা যাক।

সমস্যা ১:

সমাধান:

আমরা জানি, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান।

এখন চিত্র থেকে দেখা যাচ্ছে- AE = AF,

তাহলে ∠AEF = ∠AFE

∴ ∠BEP = ∠CFP

ধরি, অন্তর্বৃত্তের কেন্দ্র I। এবার I, B ; I, D ; I, F ; I, E ; D, E ও D, F যোগ করি। তাহলে নতুন চিত্রটা হবে-

এখন, ∠BID = ∠DIE/2 = ∠PFD

এখানে ∠BID = ∠DIE/2, কারণ BI ,∠DIE কে সমদ্বিখণ্ডিত করে এবং ∠DIE/2 = ∠PFD, কারণ একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ∠PFD, কেন্দ্রস্থ কোণ ∠DIE এর অর্ধেক।

∠IDB = ∠DPF [উভয়ই এক সমকোণ]

এবং অবশিষ্ট ∠IBD = অবশিষ্ট ∠PDF

∴ ∆IBD ও ∆PDF সদৃশ ও সদৃশকোণী।

∴ ID/PF = BD/PD … … … (i)

একইভাবে প্রমাণ করা যায় যে, ∆PDE ও ∆ICD সদৃশ ও সদৃশকোণী।

∴ PE/ID = PD/CD … … … (ii)

(i) নং ও (ii) নং গুণ করে পাই, PE/PF = BD/CD

→ PE/PF = BE/CF [∵ CD = CF, BD = BE]

এখন, ∆PEB ও ∆PFC হতে পাই, ∠PEB = ∠PFC এবং PE/PF = BE/CF

আবার আমরা জানি, দুটি ত্রিভুজের একটির এক কোণ অপরটির এক কোণের সমান হলে এবং সমান সমান কোণসংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হলে, ত্রিভুজদ্বয় সদৃশ হবে।

∴ ∆PEB ও ∆PFC সদৃশ ও সদৃশকোণী।

∴ ∠BPE = ∠CPF … … … (iii)

এখন, ∠DPE = ∠DPF

→ ∠EPB + ∠BPD = ∠CPD + ∠CPF

→ ∠BPE + ∠BPD = ∠CPD + ∠BPE [(iii) নং হতে]

∴ ∠BPD = ∠CPD

তাহলে আমাদের ১ম সমস্যার প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। আমরা আমাদের ২য় সমস্যায় চলে যাই।

সমস্যা ২:

সমাধান

A বিন্দু থেকে EF এর লম্ব আঁকি, যা I বিন্দু দিয়ে যাবে। আচ্ছা কেন EF লম্ব I দিয়ে যাবে ?

দেখো ∆AEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার AE = AF। আবার ∆EIF একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার IE = IF। এখন যদি A বিন্দু থেকে EF এর অঙ্কিত লম্ব EF কে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে, I বিন্দু থেকেও EF এর অঙ্কিত লম্ব EF কে সে একই বিন্দুতেই সমদ্বিখণ্ডিত করবে। তাই A বিন্দু থেকে EF এর অঙ্কিত লম্ব I বিন্দুগামী। তাহলে চিত্রটা হবে-

এখন, ∠EAI = ∠FAI = ∠A/2,

কারণ ত্রিভুজের শীর্ষবিন্দু ও ওই ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্রের সংযোজন রেখা শীর্ষবিন্দুস্থ কোণকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ AI, ∠EAF এর সমদ্বিখণ্ডক।

তাহলে, ∠FEB = 90° + ∠A/2 [ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান]

∴ ∠EQB = 180° - (90° + ∠A/2) - ∠B/2 = 90° - (∠A + ∠B)/2 = 90° - 90° + ∠C/2 = ∠C/2

এখন চিত্রে লক্ষ্য করলে দেখবে- BPQC চতুর্ভুজটি বৃত্তস্থ।

কেননা ∠EQB = ∠BCP = (∠C)/2 এবং প্রত্যেক কোণ একই চাপ BP এর ওপর দণ্ডায়মান।

তাহলে, ∠BPC = ∠BQC

আবার আমরা চিত্রের দিকে একটু লক্ষ করি- ∠EQB = ∠C/2 এবং ∠ICF = ∠C/2

তাহলে, ∠IQF + ∠ICF = ∠IQF + ∠EQB = 180°, ফলে IQFC চতুর্ভুজটি বৃত্তস্থ।

কেননা আমরা জানি, কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে।

আবার আমরা জানি, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ IF⊥AC হবে।

এখন, ∠IQC = ∠IFC = 90° [উভয়ই একই চাপ IC এর ওপর দণ্ডায়মান]

সুতরাং, ∠BPC = ∠BQC = 90°

সমস্যা-২ ও আমাদের প্রমাণ হয়ে গেল।

এখন আমরা সমস্যা-৩ এ চলে যাব।

সমস্যা-৩:

সমাধান:

এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা ওপরের দুটি সমস্যার সাহায্য নেব। তার আগে আমরা প্রমাণের স্বার্থে কিছু অঙ্কন করব।

বিন্দু B থেকে অন্তর্বৃত্তের কেন্দ্রগামী একটি রেখা টানি, যা EF কে Q বিন্দুতে ছেদ করে। C, Q যোগ করি। চিত্রটা তাহলে হবে-

এখন, ∠BQC = 90° হবে কারণ সমস্যা-২ তে আমরা প্রমাণ করেছি।

চিত্র থেকে দেখা যাচ্ছে- BPQC চতুর্ভুজটি বৃত্তস্থ। কারণ ∠BPC = ∠BQC = 90°।

আবার প্রমাণ সমস্যা-২ তে দেখিয়ে ছিলাম ∠EQB = ∠C/2।

তাহলে, ∠BCP = ∠C/2 হবে। কারণ একই চাপ BP এর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। সুতরাং, CP রেখাটি অন্তর্বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে।

এখন, BPC সমকোণী ত্রিভুজ হতে পাই- ∠PBC + ∠PCB = 90°

→ ∠PBC + ∠PCF = 90°

→ ∠PBC + ∠PBE = 90° [∠PBE = ∠PCF সমস্যা-১ প্রমাণ করা হয়েছে]

∴ ∠B = 90°

সুতরাং, ABC একটি সমকোণী ত্রিভুজ যার ∠B = 90°

এখন, ABC একটি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে পাই-

AC2 = AB2 + BC2

→ BC2 = AC2 - AB2

→ BC2 = 222 - 202

∴ BC2 = 84

যাক অবশেষে আমাদের সমস্যা-৩ ও সমাধান হয়ে গেল।

আশা করি তোমাদের সবার জ্যামিতি তিনটি ভালো লাগবে।

আরও পড়ুন

দ্বিঘাত সমীকরণ 2.0 | গণিত ইশকুল

আরও পড়ুন

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড - ২০২২ (সমস্যা ২ এর সমাধান)