অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | বাবুরের মহত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

বাবুরের মহত্ত্ব

২১. কালিদাস রায়ের কবিতায় যে শব্দের সার্থক প্রয়োগ ঘটেছে—

i. আরবি

ii. ইংরেজি

iii. ফরাসি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. ‘বে-আকুফ’ শব্দের অর্থ কী?

ক. পাগল খ. বাধা

গ. নির্বোধ ঘ. মুগ্ধ

২৩. কালিদাস রায় ‘কবিশেখর’ উপাধিতে ভূষিত হন কেন?

ক. কাব্যচর্চার জন্য

খ. কবি হিসেবে স্বীকৃতিস্বরূপ

গ. কবিতায় আরবি-ফারসি শব্দের সঠিক প্রয়োগের জন্য

ঘ. বিচিত্র বিষয়ে কবিতা লেখার জন্য

২৪. কালিদাস রায় সাহিত্যসাধনায় ব্যাপৃত ছিলেন—

ক. শিক্ষকতার সঙ্গে সঙ্গে

খ. কবিতা রচনার জন্য

গ. পুরস্কার পাওয়ার জন্য

ঘ. নিজের কৃতিত্বের জন্য

২৫. পানিপথের প্রথম যুদ্ধজয় বাবুরের কাছে ফাঁকি মনে হয়েছে কেন?

ক. প্রজাদের হৃদয় জয় করতে পারেননি বলে

খ. রণবীর চৌহানের হৃদয় জয় করেননি বলে

গ. সৈনিকদের মন জয় করতে পারেননি বলে

ঘ. অনেক সৈন্য হতাহত হয়েছে বলে

২৬. সংগ্রাম সিংয়ের গর্জে ওঠার কারণ—

ক. ইব্রাহিম লোদির পরাজয়

খ. বাবুরের জয়লাভ

গ. সংগ্রাম সিংয়ের পরাজয়

ঘ. রণবীর চৌহানের পরাজয়

২৭. বাবুর ছদ্মবেশে পথে পথে ঘোরেন কেন?

ক. প্রজাদের দুঃখ নিবারণের জন্য

খ. রাজ্য পরিদর্শনের জন্য

গ. শাসন পরিচালনার জন্য

ঘ. মহত্ত্ব প্রচারের জন্য

২৮. ‘প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. প্রজাকে আকর্ষণ

খ. প্রজার মায়া

গ. প্রজার কল্যাণ

ঘ. প্রজাপালন

২৯. শিশুটিকে উদ্ধারে কেউ এগিয়ে না আসার কারণ কী ছিল?

ক. অবহেলা খ. সাহসের অভাব

গ. উদাসীনতা ঘ. অসচেতনতা

৩০. রণবীর চৌহানের অন্ধ মোহের ঘোর কেটে যাওয়ার কারণ কী ছিল?

ক. বাবুরের মহত্ত্ব দেখে

খ. বাবুরের কঠোরতা দেখে

গ. বাবুরের বিচক্ষণতা দেখে

ঘ. বাবুরের ন্যায়পরায়ণতা দেখে

সঠিক উত্তর

বাবুরের মহত্ত্ব: ২১.গ ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.খ ৩০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)