গণিতের বিশ্ব আসরে প্রথম কোনো বাংলাদেশীর স্থান পাওয়া গাণিতিক সমস্যার সমাধান

বছরজুড়ে গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি

২০২২ সালে নরওয়েতে অনুষ্ঠিত অলিম্পিয়াডের শেষে গত বারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে স্থান পেয়েছে শাহজালাল সোহাগের সমস্যাটি।ছবি: IMO Website

প্রিয় গণিত ইশকুলের বন্ধুরা তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছ আমাদের শাহজালাল সোহাগ ভাইয়ের পাঠানো গাণিতিক সমস্যাটি আইএমও ২০২১ এর শর্টলিস্টে স্থান পেয়েছে। অনেকে মুনির হাসান স্যারের সাক্ষাৎকার থেকে সেটি দেখেও ফেলছ। যারা এখনো দেখনি দেখে নিতে পারো।

আজকে আমি শাহজালাল সোহাগ ভাইয়ের সেই গাণিতিক সমস্যাটিকে তোমাদের জন্য বাংলায় অনুবাদ করে দেয়ার জন্য এসেছি। তো চল শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব মূল প্রশ্ন এবং তার সমাধান। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারো।

মূল লেখা: শাহজালাল সোহাগ, অনুবাদ: সাব্বির আহমেদ (রাফসান)

আরও পড়ুন