বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো

৭। প্রশ্ন: পশুপাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলে মিশে থাকে প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয় সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে যেসব প্রাণী আছে এদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে

উত্তর: পশুপাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলে মিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে এদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে।

৮। প্রশ্ন: কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটা মেয়ে এল এসে তাকে বলে রানির যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে

উত্তর: কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটা মেয়ে এল। এসে তাকে বলে, রানির যদি দাসীর দরকার হয়, তো সে দাসী হবে।

৯। প্রশ্ন: নকল রানি উঠানে আলপনা দিতে যায় কোথায় নকশা কোথায় কী এখানে এক খাবলা রং লেপে দেওয়া ওখানে এক খাবলা লেপা দেখতে যে কী অসুন্দর দেখায়

উত্তর: নকল রানি উঠানে আলপনা দিতে যায়। কোথায় নকশা কোথায় কী—এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা লেপা। দেখতে যে কী অসুন্দর দেখায়!

খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখা (৪-৬)