সৌদির কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ২১টি ফিল্ডে ফেলোশিপের সুযোগ

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবাসাইট থেকে

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কাউস্ট) পোস্টডক রিসার্চ ফেলোশিপের সুযোগ উন্মুক্ত হয়েছে। এই ফেলোশিপের অধীনে রিসার্চার হিসেবে ক্যারিয়ার গঠনে ইচ্ছুক এমন বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদেরকে উৎসাহিত করা হচ্ছে। কিছু রিসার্চ প্রায়োরিটি ও একাডেমিক এরিয়াসহ মোট ২১টি ফিল্ডে গবেষণার সুযোগ রয়েছে। রিসার্চ ফিল্ডের বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন: kaust.edu.sa/en/research/areas

প্রতিবছর দুবার ফেলোশিপের আবেদন পর্যালোচনা করা হয় এবং নতুন ফেলো নেওয়া হয়। একবার পয়লা জানুয়ারি ও আরেকবার পয়লা জুলাই। সে ক্ষেত্রে ২০২৪ সালের জুলাইয়ের জন্য আবেদন করতে পারবেন। এই ফেলোশিপের মেয়াদ তিন বছর।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীর পিএইচডি ডিগ্রি থাকতে হবে (সর্বোচ্চ চার বছরের মধ্যে)

  • বর্তমানে পিএইচডি করছেন এমন আবেদনকারীর জন্য কমপক্ষে ফেলোশিপ শুরুর আগে পিএইচডি শেষ করতে হবে।

  • বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীর গিয়ে তিন বছরের ফেলোশিপ সম্পন্ন করার জন্য তৈরি থাকতে হবে।

  • কাউস্টের ফ্যাকাল্টি মেম্বার দ্বারা রিসার্চ প্রজেক্ট গৃহীত (অ্যাকসেপ্টেড) হতে হবে এবং আবেদনকারীকে হোস্ট করা নিশ্চিত করতে হবে। ফ্যাকাল্টি মেম্বারদের সম্পর্কে জানতে ভিজিট করুন kaust.edu.sa/en/study/faculty

আরও পড়ুন

যেসব কাগজপত্র লাগবে

  • সাম্প্রতিক সিভি (সর্বোচ্চ চার পৃষ্ঠার)

  • দুটি পাবলিকেশন

  • রিসার্চ প্রপোজাল

  • কাউস্ট হোস্টের পিআই লেটার

  • দুটি রেফারেন্স লেটার

জেনে রাখুন

  • রিসার্চের ফান্ডিংয়ের বিষয়ে জানতে ভিজিট করুন: kgfp.kaust.edu.sa/how-to-apply

  • আবেদন করতে হবে অনলাইনে: plutoedu.com/form/983580488

  • বিস্তারিত জানতে ভিজিট করুন: kgfp.kaust.edu.sa/docs/default-source/default-document-library/1-application-guidelines_2024-014d946780cbd7404e8a74a41d2c84e633.pdf? sfvrsn= 224327 fd_0

  • আবেদনের কোনো শেষ সময় নেই। তবে প্রতিবছর ১ জানুয়ারি ও ১ জুলাই আবেদনগুলো মূল্যায়ন করা হয় এবং ই-মেইলের মাধ্যমে জানানো হয়।
    চার ধাপে ফেলো নির্বাচন করা হয়। যেখানে প্রথম দুই ধাপে নির্বাচিত প্রার্থীর সঙ্গে তৃতীয় ধাপে ইন্টারভিউ করা হয় এবং চূড়ান্ত নির্বাচিত হলে চতুর্থ ধাপে ইন্টারভিউয়ের তিন সপ্তাহের মধ্যে প্রার্থীকে ই-মেইলের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন