অধ্যায় ৫
১১. হজম কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন অঙ্গ নিয়ে কোনটি গঠিত হয়?
ক. অন্ননালি খ. পৌষ্টিক নালি
গ. সংবহনতন্ত্র ঘ. রেচনতন্ত্র
১২. পৌষ্টিক নালিতে এনজাইম নিঃসরণকারী গ্রন্থি কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৩. কোনটি থেকে পরিপাক নালি শুরু হয়?
ক. মুখছিদ্র খ. মুখগহ্বর
গ. অন্ননালি ঘ. গলবিল
১৪. মানুষের স্থায়ী দাঁত কয়টি?
ক. ১৬টি খ. ২৪টি
গ. ৩০টি ঘ. ৩২টি
১৫. কোন ধরনের দাঁত খাবারকে ছোট ছোট করে কাটে?
ক. কর্তন দাঁত খ. ছেদন দাঁত
গ. অগ্রপেষণ দাঁত ঘ. পেষণ দাঁত
১৬. শক্ত জিনিস ছিঁড়তে ও কাটতে সাহায্য করে কোন ধরনের দাঁত?
ক. কর্তন দাঁত খ. ছেদন দাঁত
গ. অগ্রপেষণ দাঁত ঘ. পেষণ দাঁত
১৭. খাদ্যবস্তু চর্বণ ও পেষণ করা হয় কোন দাঁত দিয়ে?
ক. কর্তন দাঁত খ. ছেদন দাঁত
গ. অগ্রপেষণ দাঁত ঘ. পেষণ দাঁত
১৮. সব দাঁতের পরে কোন দাঁত গজায়?
ক. কর্তন দাঁত খ. আক্কেল দাঁত
গ. পেষণ দাঁত ঘ. ছেদন দাঁত
১৯. পাকস্থলীর প্রাচীরে কী গ্রন্থি থাকে?
ক. লালা গ্রন্থি খ. পরিপাক গ্রন্থি
গ. গ্যাস্ট্রিক গ্রন্থি ঘ. আন্ত্রিক গ্রন্থি
২০. গ্যাস্ট্রিক গ্রন্থির কোন রস পরিপাকে সাহায্য করে?
ক. লালারস খ. পাচকরস
গ. পিত্তরস ঘ. অগ্ন্যাশয় রস
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১১.খ ১২.খ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা