মিনু
৩১. মিনু কখন বোলতা বা ভিমরুলদের মারে?
ক. রাতে সবাই ঘুমালে
খ. দুপুরে পিসিমা ঘুমালে
গ. কাজের ফাঁকে
ঘ. মিসেমশাই বাইরে গেলে
৩২. ভিমরুল মেরে মিনু কাদের খেতে দেয়?
ক. বিড়ালদের খ. ইঁদুরদের
গ. পিঁপড়াদের ঘ. তেলাপোকাদের
৩৩. মিনুর উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি কী?
ক. অ্যা অ্যা খ. চুক চুক
গ. কুঁই কুঁই ঘ. হিস হিস
৩৪. কয়লা ভাঙা আর বোলতা মারার সময় মিনুর মুখ দিয়ে কোন শব্দ বের হয়?
ক. ফিসফিস খ. হি হি
গ. হিস হিস ঘ. কুঁই কুঁই
৩৫. ঘটি পড়ে বাঁকা হয়ে গেলে মিনু কেঁদেছিল কেন?
ক. সে চোখে দেখে না বলে
খ. সে অসুস্থ বলে
গ. মন সংবেদনশীল বলে
ঘ. পিসিমার ভয়ে
৩৬. হারু, বাবু তারু ও কারু কিসের নাম?
ক. গ্লাসের খ. হাঁড়ির
গ. বাছুরের ঘ. ছাগলের
৩৭. মিনু কাদের ছোট ছেলের মতো গোসল করায়?
ক. বাসনগুলোকে খ. ঘটিগুলোকে
গ. হাঁড়িগুলোকে ঘ. গ্লাসগুলোকে
৩৮. পিতৃ-মাতৃহীনকে এককথায় কী বলে?
ক. আশ্রিতা খ. প্রতিবন্ধী
গ. দুস্থ ঘ. এতিম
৩৯. কোনটি মিনুর একটি দৈনন্দিন কর্তব্য?
ক. ছাদে যাওয়া
খ. পুকুর পাড়ে যাওয়া
গ. পাশের বাড়িতে যাওয়া
ঘ. বাগানে যাওয়া
৪০. মিনু সাগ্রহে চেয়ে থাকে কোথায়?
ক. আমগাছের দিকে
খ. বাগানের দিকে
গ. সরু ডালের দিকে
ঘ. আকাশের দিকে
সঠিক উত্তর
মিনু: ৩১.খ ৩২.খ ৩৩.গ ৩৪.গ ৩৫.গ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ক ৪০.গ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা