দশম শ্রেণি - বাংলা ২য় পত্র | ভাষা : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

ভাষা

১. ভাষা কিসের মাধ্যমে সৃষ্টি হয়?

ক. মনের সাহায্যে খ. অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে

গ. ঠোঁটের সাহায্যে ঘ. বাগ্‌যন্ত্রের সাহায্যে

২. বাংলা ভাষার মূল উৎস কী?

ক. হিন্দি ভাষা খ. বৈদিক ভাষা

গ. কানাড়ি ভাষা ঘ. অনার্য ভাষা

৩. ভাষা কী?

ক. উচ্চারণের প্রতীক

খ. কণ্ঠের উচ্চারণ

গ. ভাব প্রকাশের মাধ্যম

ঘ. ধ্বনির সমষ্টি

৪. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

ক. মহাভারত খ. চর্যাপদ

গ. রামায়ণ ঘ. জঙ্গনামা

৫. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

ক. মধুমালতী খ. সিকান্দরনামা

গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. বৈষ্ণব পদাবলি

৬. মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে?

ক. ধ্বনি খ. শব্দ

গ. বাক্য ঘ. ভাষা

৭. বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

ক. দুই হাজা

খ. পাঁচ হাজারের ওপর

গ. সাড়ে তিন হাজারের ওপর

ঘ. সাড়ে সাত হাজারের ওপর

৮. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?

ক. চতুর্থ খ. পঞ্চম

গ. ষষ্ঠ ঘ. সপ্তম

৯. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?

ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগ

গ. অন্ধকার যুগ ঘ. আধুনিক যুগ

১০. বাংলা ভাষার রীতি কয়টি?

ক. দুইটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

সঠিক উত্তর

ভাষা: ১.ঘ ২.খ ৩.গ ৪.খ ৫.গ ৬.ঘ ৭.গ ৮.ক ৯.ঘ ১০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা