শব্দ ও পদ
২১. ‘খেজুর রসে গুড় হয়’—‘খেজুর রসে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী
খ. অপাদানে ষষ্ঠী
গ. অপাদানে সপ্তমী
ঘ. করণে সপ্তমী
২২. ‘সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা?’ নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে শূন্য বিভক্তি
খ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
গ. কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
ঘ. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
২৩. ‘জিজ্ঞাসিব জনে জনে’—এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. করণে সপ্তমী
২৪. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’—এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃ কারকে সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
২৫. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’—‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে সপ্তমী
খ. করণে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী
২৬. ‘তিলে তৈল হয়’ এতে ‘তিল’ শব্দটি কোন কারক?
ক. কর্ম কারক খ. করণ কারক
গ. অপাদান কারক ঘ. অধিকরণ কারক
২৭. করণ কারকে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য বিভক্তি খ. তৃতীয়া বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. চতুর্থী বিভক্তি
২৮. সম্প্রদান কারকে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য বিভক্তি খ. তৃতীয়া বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. চতুর্থী বিভক্তি
২৯. অপাদান কারকে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়?
ক. পঞ্চমী বিভক্তি খ. তৃতীয়া বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. সপ্তমী বিভক্তি
৩০. ‘অন্ধজনে দেহ আলো’—এখানে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. সম্প্রদানে সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. করণে সপ্তমী
সঠিক উত্তর
শব্দ ও পদ: ২১.গ ২২.ক ২৩.খ ২৪.খ ২৫.খ ২৬.গ ২৭.খ ২৮.ঘ ২৯.ক ৩০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা