অর্থনীতি - এসএসসি পরীক্ষা ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, অর্থনীতি পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, অধ্যায় ২, অধ্যায় ৩ ও অধ্যায় ৪ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।

অধ্যায় ১

১. ‘অর্থনীতির জনক’ বলা হয় কাকে?

ক. এল রবিন্সকে

খ. অ্যাডাম স্মিথকে

গ. পল স্যামুয়েলসনকে

ঘ. আলফ্রেড মার্শালকে

২. আধুনিক অর্থনীতির মূলভিত্তি বলা হয় কার লেখা বইটিকে?

ক. অ্যাডাম স্মিথ

খ. এল রবিন্স

গ. পল স্যামুয়েলসন

ঘ. আলফ্রেড মার্শাল

৩. যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় (২০২০ সালে) কত ছিল?

ক. ৬২০৫১ মার্কিন ডলার

খ. ৬৩০৫১ মার্কিন ডলার

গ. ৬৪২৫১ মার্কিন ডলার

ঘ. ৬৫৫৫১ মার্কিন ডলার

৪. জাপানের মাথাপিছু আয় (২০২০ সালে) কত ছিল?

ক. ৪১৬৩৭ মার্কিন ডলার

খ. ৪২৬৫১ মার্কিন ডলার

গ. ৪৪২৫১ মার্কিন ডলার

ঘ. ৪৫৩৫১ মার্কিন ডলার

৫. ‘An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations’– বইটি কার লেখা?

ক. অ্যাডাম স্মিথ

খ. এল রবিন্স

গ. পল স্যামুয়েলসন

ঘ. আলফ্রেড মার্শাল

৬. ‘Physiocracy’ শব্দটির অর্থ কী?

ক. বাণিজ্যবাদ খ. ভূমিবাদ

গ. সাম্রাজ্যবাদ ঘ. শরীরতত্ত্ব

৭. ইংল্যান্ড শিল্পপণ্য রপ্তানি করে কী আমদানি করত?

ক. কৃষি উপকরণ

খ. শ্রমিক

গ. মূল্যবান প্রাচীন দ্রব্য

ঘ. মূল্যবান ধাতু

৮. কৃষিকে ‘উৎপাদনশীল কাজ’ মনে করত কারা?

ক. সাম্রাজ্যবাদীরা খ. ভূমিবাদীরা

গ. পুঁজিবাদীরা ঘ. বাণিজ্যবাদীরা

৯. কারা ‘ভূমিবাদ’ মতবাদ প্রচার করেন?

ক. গ্রিকরা খ. ফরাসিরা

গ. রোমানরা ঘ. ভারতীয়রা

১০. অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কোন দেশের মানুষ ছিলেন?

ক. আমেরিকার খ. ইংল্যান্ডের

গ. ফ্রান্সের ঘ. ইতালির

১১. কে সর্বপ্রথম অর্থনীতিকে একটা স্বতন্ত্র ও বিশিষ্ট শাস্ত্রে রূপদান করেন?

ক. আলফ্রেড মার্শাল

খ. অ্যাডাম স্মিথ

গ. এল রবিন্স

ঘ. পল স্যামুয়েলসন

১২. অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ কোনটি?

ক. নির্বাচন সমস্যা

খ. সম্পদের সীমাবদ্ধতা

গ. সম্পদের প্রাচুর্য

ঘ. অসীম অভাব

১৩. কিসের জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করবে?

ক. অসীম অভাব

খ. বিকল্প সম্পদ

গ. সম্পদের দুষ্প্রাপ্যতা

ঘ. অসীম সম্পদ

১৪. কী হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না?

ক. অভাব বেশি হলে

খ. অভাব কম হলে

গ. সম্পদ বেশি হলে

ঘ. সম্পদ কম হলে

১৫. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?

ক. সম্পদের ঘাটতি

খ. সীমাহীন চাহিদা

গ. সম্পদের দুষ্প্রাপ্যতা

ঘ. সীমাহীন অভাব

১৬. ‘সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্নটি গুরুত্ব পায়’— এ উক্তিটি কোন অর্থনীতিবিদের?

ক. এল রবিন্স

খ. অ্যাডাম স্মিথ

গ. পল স্যামুয়েলসন

ঘ. আলফ্রেড মার্শাল

১৭. মৌলিক অর্থনৈতিক সমস্যা—

i. কী উৎপাদন করতে হবে

ii. কীভাবে উৎপাদন করতে হবে

iii. কার জন্য উৎপাদন করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. ‘প্রথম দিকের অর্থনীতি’ কী নামে পরিচিত ছিল?

ক. সামাজিক বিজ্ঞান

খ. অপ্রাচুর্যের বিজ্ঞান

গ. মানব কল্যাণের বিজ্ঞান

ঘ. রাজনৈতিক অর্থনীতি

১৯. ক্লাসিক্যাল অর্থনীতিতে অর্থনীতির নাম কী ছিল?

ক. সামাজিক অর্থনীতি

খ. বিনিময় অর্থনীতি

গ. রাজনৈতিক অর্থনীতি

ঘ. পারিবারিক অর্থনীতি

২০. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে।’—এ উক্তি কোন অর্থনীতিবিদের?

ক. অধ্যাপক মার্শালের

খ. অধ্যাপক এল রবিন্সের

গ. অ্যাডাম স্মিথের

ঘ. স্যামুয়েলসনের

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.ক ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.ক ৮.খ ৯.খ ১০.খ ১১.খ ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.গ ২০.গ

অধ্যায় ২

১. মানুষের প্রয়োজন মেটানোর ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে আমরা কী বলে থাকি?

ক. লগ্নি খ. উপযোগ

গ. ভূমি ঘ. অর্থনৈতিক দ্রব্য

২. ‘অর্থনৈতিক দ্রব্যে’র কী আছে?

ক. উপযোগ খ. ভোগ

গ. জোগান ঘ. সঞ্চয়

৩. যা কোনো ক্ষেত্রে একবার মাত্র বা স্বল্পকালে ভোগ করা যায়, তাকে কোন দ্রব্য বলে?

ক. অর্থনৈতিক দ্রব্য খ. ভোগ্যদ্রব্য

গ. অস্থায়ী ভোগ্যদ্রব্য ঘ. অবাধলভ্য দ্রব্য

৪. কোন দ্রব্য চূড়ান্ত উৎপাদনে নিঃশেষ হয়ে যায়?

ক. মূলধনি দ্রব্য খ. স্থায়ী দ্রব্য

গ. অবাধলভ্য ঘ. মধ্যবর্তী দ্রব্য

৫. কোনটি মূলধনি দ্রব্য?

ক. টেবিল দ্রব্য খ. জমি

গ. গুদামঘর ঘ. বাড়ি

৬. কোন দ্রব্য বারবার উৎপাদনে ব্যবহৃত হয়?

ক. মধ্যবর্তী দ্রব্য খ. চূড়ান্ত দ্রব্য

গ. মূলধনি দ্রব্য ঘ. অস্থায়ী দ্রব্য

৭. যেসব দ্রব্য পাওয়ার জন্য মানুষকে পরিশ্রম করতে হয় বা মূল্য প্রদান করতে হয় তাকে বলা হয়—

i. চূড়ান্ত দ্রব্য

ii. অর্থনৈতিক দ্রব্য

iii. অবাধলভ্য দ্রব্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. অর্থনীতিতে দ্রব্য হতে, তার থাকতে হবে—

i. উপযোগ

ii. সীমাবদ্ধ জোগান

iii. মূল্যহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. সুযোগ ব্যয় বলতে বোঝায়—

i. একটি দ্রব্য পাওয়ার জন্য আরেকটি দ্রব্য ত্যাগ করতে হয়

ii. এটি অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি ধারনা

iii. অতি প্রয়োজনীয় দ্রব্যটি নির্বাচন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. শ্রমের জন্য প্রাপ্ত আয়কে কী বলে?

ক. মূলধন খ. বেতন

গ. মজুরি ঘ. লগ্নি

১১. পুঁজি ব্যবহার করার জন্য পুঁজির মালিককে কী দেওয়া হয়?

ক. সুদ খ. উৎপাদন

গ. খাজনা ঘ. মুনাফা

১২. ভূমির প্রাপ্ত আয়কে কী বলে?

ক. সুদ খ. উৎপাদন

গ. খাজনা ঘ. মুনাফা

১৩. উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যে আয় করেন তাকে কী বলে?

ক. সুদ খ. উৎপাদন

গ. খাজনা ঘ. মুনাফা

১৪. আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে কী বলে?

ক. মজুত খ. সঞ্চয়

গ. বিনিময় ঘ. ভোগ

১৫. আয় ও ভোগব্যয়ের পার্থক্যকে কী বলে?

ক. বিনিয়োগ খ. মূলধন

গ. সঞ্চয় ঘ. মুনাফা

১৬. ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ের যে অংশ রেখে দেওয়া হয় তাকে কী বলে?

ক. সঞ্চয় খ. বিনিয়োগ

গ. মজুত ঘ. মূলধন

১৭. ‘S = Y-C’ এটি কিসের সূত্র?

ক. সঞ্চয়ের খ. বিনিয়োগের

গ. আয়ের ঘ. জোগানের

১৮. ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা কী করি?

ক. সঞ্চয় খ. ব্যয়

গ. বিনিয়োগ ঘ. ভোগ

১৯. সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?

ক. মূলধন খ. সঞ্চয়

গ. বিনিয়োগ ঘ. মুনাফা

২০. বিনিয়োগের ভিত্তি কী?

ক. সঞ্চয় খ. উৎপাদন

গ. আয় ঘ. মুনাফা

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ঘ ২.ক ৩.গ ৪.ঘ ৫.গ ৬.গ ৭.ক ৮.ক ৯.ক ১০.গ ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.গ ২০.ক

অধ্যায় ৩

১. কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে?

ক. চাহিদা খ. উপযোগ

গ. মোট উপযোগ ঘ. প্রান্তিক উপযোগ

২. ভোগের জন্য দ্রব্যের এক একক বাড়লে প্রান্তিক উপযোগ কেমন হয়?

ক. ক্রমহ্রাসমান

খ. ক্রমবর্ধমান

গ. শূন্য হয়

ঘ. কোনো পরিবর্তন হয় না

৩. কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয়, তাকে কী বলে?

ক. মোট উপযোগ

খ. প্রান্তিক উপযোগ

গ. মোট ভোগ

ঘ. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ

৪. সাধারণত কোনো দ্রব্যের ভোগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে মোট উপযোগ কী হয়?

ক. ক্রমহ্রাসমান হারে বাড়ে

খ. ক্রমহ্রাসমান হারে কমে

গ. ঋণাত্মক হয়

ঘ. সমানুপাতিক হারে বাড়ে

৫. ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ কীভাবে বাড়ে?

ক. ক্রমবর্ধমান হারে

খ. ক্রমহ্রাসমান হারে

গ. গাণিতিক হারে

ঘ. জ্যামিতিক হারে

৬. কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে কী বলে?

ক. মোট উপযোগ

খ. প্রান্তিক উপযোগ

গ. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ

ঘ. ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ

৭. উপযোগ হলো—

i. একটি মানসিক ধারণা

ii. অভাব পূরণের ক্ষমতা

iii. দ্রব্যের উপকারিতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৯. কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়?

ক. আয় বৃদ্ধির ফলে

খ. সঞ্চয় বৃদ্ধির ফলে

গ. লাভের একক বৃদ্ধির ফলে

ঘ. ভোগের একক বৃদ্ধির ফলে

১০. মোট উপযোগ হ্রাস পায় কখন?

ক. প্রান্তিক উপযোগ হ্রাস পেলে

খ. প্রান্তিক উপযোগ শূন্য হলে

গ. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে

ঘ. প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হলে

১১. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখার আকৃতি কেমন?

ক. ডান দিকে নিম্নগামী

খ. ডান দিকে ঊর্ধ্বগামী

গ. ভূমিতে সমান্তরাল

ঘ. বাঁ দিকে ঊর্ধ্বগামী

১২. ভোগের একক বৃদ্ধির ফলে উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে কী বলে?

ক. প্রান্তিক উপযোগ

খ. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ

গ. ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ

ঘ. মোট উপযোগ

১৩. ভোক্তার আয় বৃদ্ধি পেলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কী হয়?

ক. অকার্যকর খ. দ্রুত কার্যকর

গ. অধিক কার্যকর ঘ. কার্যকর

১৪. চাহিদার সঙ্গে দামের কী ধরনের সম্পর্ক রয়েছে?

ক. সমমুখী খ. ঊর্ধ্বমুখী

গ. বিপরীতমুখী ঘ. পরিপূরক

১৫. নিচের কোনটি চাহিদা বিধির শর্তবহির্ভূত?

ক. ক্রেতার আয়

খ. ক্রেতার রুচি

গ. ক্রেতার সংখ্যা

ঘ. জাঁকজমকপূর্ণ দ্রব্য

১৬. দাম বাড়লে পণ্যের চাহিদার পরিমাণ কেমন হয়?

ক. বাড়ে খ. সমান থাকে

গ. ঋণাত্মক হয় ঘ. কমে যায়

১৭. পণ্যের দামের ওপর চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে কী বলে?

ক. উপযোগ বিধি খ. জোগান বিধি

গ. চাহিদা বিধি ঘ. উৎপাদন বিধি

১৮. দাম কম হলে পণ্যের চাহিদার পরিমাণ কেমন হয়?

ক. বাড়ে খ. সর্বনিম্ন হয়

গ. অপরিবর্তনীয় থাকে ঘ. শূন্য হয়

১৯. বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কী বলে?

ক. জোগান খ. মজুত

গ. বিনিয়োগ ঘ. মুনাফা

২০. দাম ও জোগানের সম্পর্ক কী?

ক. বিপরীতমুখী

খ. সর্বত্র সমান নয়

গ. সমমুখী

ঘ. উভয়ই ভোক্তার চাহিদার ওপর নির্ভরশীল

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ঘ ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.গ ১১.ক ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ

অধ্যায় ৪

১. যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করেন তাকে কী বলে?

ক. উদ্যোক্তা খ. ম্যানেজার

গ. পরিচালক ঘ. মালিক

২. উৎপাদনের সামগ্রিক কাজ তদারকি করেন কে?

ক. সংগঠক খ. মালিক

গ. ব্যবস্থাপক ঘ. ম্যানেজার

৩. অর্থনীতিতে উৎপাদন করতে গিয়ে সৃষ্ট উপযোগের কী থাকতে হবে?

ক. ব্যবহারিক মূল্য খ. বিনিময় মূল্য

গ. অন্তর্নিহিত মূল্য ঘ. প্রকৃত মূল্য

৪. ‘উৎপাদন’ কথাটির সঙ্গে নিচের কোনটি অধিক উপযোগী?

ক. বিনিময় মূল্য খ. নতুন দ্রব্য

গ. উপযোগ সৃষ্টি ঘ. প্রাথমিক দ্রব্য

৫. অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?

ক. চাহিদা খ. ভোগ

গ. উপযোগ ঘ. উৎপাদন

৬. কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়?

ক. দ্রব্য স্থানান্তর করে

খ. বস্তুর আকৃতি পরিবর্তন করে

গ. নতুনভাবে দ্রব্য সৃষ্টি করে

ঘ. মালিকানা পরিবর্তন করে

৭. প্রাকৃতিক গ্যাস উত্তোলনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়, তাকে কোন ধরনের উপযোগ বলা হয়?

ক. সময়গত উপযোগ খ. স্থানগত উপযোগ

গ. সেবাগত উপযোগ ঘ. মালিকানা উপযোগ

৮. সময়ের ব্যবধানের ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয়, তাকে কী বলে?

ক. রূপগত উপযোগ খ. স্থানগত উপযোগ

গ. সময়গত উপযোগ ঘ. কালগত উপযোগ

৯. পরিবহনব্যবস্থা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক. রূপগত খ. সেবাগত

গ. স্থানগত ঘ. সময়গত

১০. শিক্ষকের শিক্ষাদান কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক. রূপগত উপযোগ খ. স্থানগত উপযোগ

গ. কালগত উপযোগ ঘ. সেবাগত উপযোগ

১১. একটি দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ব্যক্তিমালিকানায় হস্তান্তর করা হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হবে?

ক. সময়গত খ. স্থানগত

গ. সেবাগত ঘ. মালিকানাগত

১২. কাউকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলে কোন উপযোগের সৃষ্টি হয়?

ক. রূপগত খ. কালগত

গ. সেবাগত ঘ. মালিকানাগত

১৩. অর্থনীতিতে উৎপাদন হয়—

i. আটা থেকে রুটি তৈরি করলে

ii. বাড়িতে শখে বাগান করলে

iii. একটি মোবাইল সেট মেরামত করলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. কোনো দ্রব্যের উপযোগ বাড়ার কারণ হলো–

i. দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর

ii. দ্রব্যের অনিশ্চিত মালিকানা থেকে নিশ্চিত মালিকানা লাভ

iii. দ্রব্যের অধিক জোগান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা যায়—

i. বস্তুর রূপ ও স্থান পরিবর্তন করে

ii. গতি পরিবর্তন করে

iii. সময়, সেবা ও মালিকানার পরিবর্তন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. অর্থনীতিতে সব প্রাকৃতিক সম্পদকে বলে—

ক. ভূমি খ. শ্রম

গ. মূলধন ঘ. সংগঠন

১৭. উৎপাদনের কোন উপকরণের জোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ?

ক. ভূমি খ. শ্রম

গ. মূলধন ঘ. সংগঠন

১৮. উৎপাদনে সহায়তা করে এমন সব প্রাকৃতিক সম্পদকে কী বলা হয়?

ক. সংগঠন খ. মূলধন

গ. ভূমি ঘ. শ্রম

১৯. ভূমি ও মূলধন নিয়ে উৎপাদন প্রক্রিয়া শুরু করতে না পারা কী হিসেবে গণ্য হয়?

ক. জড় উপকরণ খ. স্থির উপকরণ

গ. নিষ্ক্রিয় উপকরণ ঘ. সক্রিয় উপকরণ

২০. উৎপাদনে মানবিক উপাদান কোনটি?

ক. মূলধন খ. শ্রম

গ. ভূমি ঘ. সংগঠন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.ক ৩.খ ৪.গ ৫.ঘ ৬.খ ৭.খ ৮.গ ৯.খ ১০.ঘ ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.খ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা