ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | আসমানি : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

আসমানি

২১. ভেন্না কী?

ক. পাতা খ. ফল

গ. গাছ ঘ. শাখা

২২. ‘অনাহারে’ শব্দটি দ্বারা কী বোঝায়?

ক. অভুক্ত থাকা খ. অভুক্ত রাখা

গ. আহার করা ঘ. আহারসহ

২৩. ‘বৈদ্য’ শব্দের অর্থ কী?

ক. বিদ্বান খ. কবিরাজ

গ. বৈদিক ঘ. সহায়ক

২৪. ‘আসমানি’ কবিতায় ব্যবহৃত ‘মশক’ শব্দটির অর্থ কী?

ক. মুষিক খ. মশা

গ. মুশকিল ঘ. মশকরা

২৫. ‘আসমানি’ কবিতার কোনটি প্রকাশ পেয়েছে?

ক. শিশুর প্রতি মমতা

খ. পরার্থে আত্মত্যাগের মূল্য

গ. জন্মভূমির প্রতি অনুরাগ

ঘ. প্রকৃতির প্রতি ভালোবাসা

২৬. ‘আসমানি’ কবিতা পড়ে আমাদের কোনটি বোঝা উচিত?

ক. মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়

খ. প্রকৃতির প্রতিটি উপাদানই গুরুত্বপূর্ণ

গ. পৃথিবীর প্রতিটি মানুষ সমমর্যাদাসম্পন্ন

ঘ. সমাজের মানুষের জন্য আমাদের কিছু করার আছে

২৭. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. সত্যেন্দ্রনাথ দত্ত

খ. কাজী নজরুল ইসলাম

গ. জসীমউদ্​দীন

ঘ. শামসুর রাহমান

২৭. জসীমউদ্​দীন কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০২ খ. ১৯০৩

গ. ১৯০৪ ঘ. ১৯০৫

২৮. পল্লিকবি জসীমউদ্​দীন কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৭৫ খ. ১৯৭৬

গ. ১৯৭৭ ঘ. ১৯৭৮

২৯. আসমানির চোখের জল ঝরে—

i. অনাহারের কারণে

ii. অসুস্থতার কারণে

iii. অপমানিত হওয়ার কারণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. আসমানিদের বাড়িটিকে ‘পাখির বাসা’ বলা হয়েছে—

i. বাড়িটি খুব ছোট বলে

ii. নির্মাণকৌশলের কারণে

iii. পোষা পাখি থাকায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

আসমানি: ২১.গ ২২.ক ২৩.খ ২৪.খ ২৫.ক ২৬.ঘ ২৭.খ ২৮.খ ২৯. ক ৩০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)