বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০) : অধ্যায় ৩ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৫১.পরিবেশদূষণ রোধ করে কোন শিল্প?

ক. কুটিরশিল্প খ. পোশাকশিল্প

গ. চামড়াশিল্প ঘ. হাইটেক শিল্প

৫২. স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত শিল্প থেকে কাঙ্ক্ষিত ফলাফল না আসার কারণ কী?

ক. মূলধন সংকট

খ. দক্ষ ব্যবস্থাপনার অভাব

গ. শ্রমিক সংকট

ঘ. কারখানা সংকট

৫৩. বাংলাদেশের অর্থনীতিতে কত প্রকার শিল্প রয়েছে?

ক. তিন খ. পাঁচ

গ. আট ঘ. দশ

৫৪. নিচের কোন শিল্পে কর্মসংস্থান কম?

ক. বৃহৎ শিল্পে খ. কুটিরশিল্পে

গ. ভারী শিল্পে ঘ. হাইটেক শিল্পে

৫৫. মৃৎশিল্প কোন শিল্পের অন্তর্ভুক্ত?

ক. মাঝারি খ. ভারী

গ. কুটির ঘ. ক্ষুদ্র

আরও পড়ুন

৫৬. পর্যটনশিল্প কোন ধরনের শিল্প?

ক. ভারী শিল্প খ. হাইটেক শিল্প

গ. নিয়ন্ত্রিত শিল্প ঘ. অগ্রাধিকার শিল্প

৫৭. আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের গুরুত্ব বেশি?

ক. শিল্পপণ্য খ. কৃষিপণ্য

গ. ভোগ৵পণ্য ঘ. মূলধনীপণ্য

৫৮. খুলনায় কোন ইপিজেড অবস্থিত?

ক. উত্তরা খ. আদমজী

গ. খুলনা ঘ. চট্টগ্রাম

৫৯. EPZ–এর পূর্ণরূপ কী?

ক. Export Processing Zone

খ. Export Profit Zone

গ. Exit Processing Zone

ঘ. Expart Processing Zone

৬০. বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ কোনটি?

ক. ভারত খ. বাংলাদেশ

গ. চীন ঘ. নেপাল

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৫১.ক ৫২.খ ৫৩.খ ৫৪.ক ৫৫.গ ৫৬.ঘ ৫৭.ক ৫৮.গ ৫৯.ক ৬০.খ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

আরও পড়ুন