অধ্যায় ৫
৪১. পাকস্থলী ও অন্ত্রের ক্ষতকে কী বলে?
ক. হৃদ্রোগ
খ. আমাশয়
গ. গ্যাস্ট্রিক আলসার
ঘ. কোষ্ঠকাঠিন্য
৪২. আমাশয় কত ধরনের হয়ে থাকে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪৩. সিগেলা নামক ব্যাকটেরিয়া মানুষের কোথায় আক্রমণ করে?
ক. ডিওডেনামে খ. ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে
গ. বৃহদান্ত্রের ঝিল্লিতে ঘ. পাকস্থলীতে
ক. কোষ্ঠকাঠিন্য দূরীকরণে
খ. গ্যাস্ট্রিক দূরীকরণে
গ. আমাশয় দূরীকরণে
ঘ. অজীর্ণতা দূরীকরণে
৪৫. কোন ধরনের খাবার দাঁতের ক্ষয়ের জন্য দায়ী?
ক. টক খ. ঝাল
গ. মিষ্টি ঘ. নোনতা
৪৬. কোষ্ঠকাঠিন্য হতে পারে—
i. পৌষ্টিক নালি দিয়ে খাদ্যের চলন ধীর হলে
ii. কাঁচা ফলমূল ও শাকসবজি না খেলে
iii. পায়খানার বেগ পাওয়ার সঙ্গে সঙ্গে পায়খানায় বসলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. কোন প্রক্রিয়ায় প্রাণিদেহের রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয়?
ক. পরিপাক খ. সংবহন
গ. প্রজনন ঘ. রেচন
৪৮. যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয়, তাকে কী বলে?
ক. পৌষ্টিকতন্ত্র খ. সংবহনতন্ত্র
গ. পরিপাকতন্ত্র ঘ. স্নায়ুতন্ত্র
৪৯. রক্ত কোন ধরনের টিস্যু?
ক. আবরণী টিস্যু খ. স্নায়ু টিস্যু
গ. যোজক টিস্যু ঘ. পেশি টিস্যু
৫০. রক্তের স্বাদ কেমন?
ক. অম্লধর্মী খ. ক্ষারধর্মী
গ. নিরপেক্ষ ঘ. সুমিষ্ট
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৪১.গ ৪২.ক ৪৩.গ ৪৪.ক ৪৫.গ ৪৬.ক ৪৭.খ ৪৮.খ ৪৯.গ ৫০.খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা