অধ্যায় ১
৩৮. Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি?
ক. দেহ অপ্রতিসম
খ. দেহ কিউটিকল দ্বারা আবৃত
গ. দেহ খোলক দ্বারা আবৃত
ঘ. বহিঃকঙ্কাল কণ্টকময়
৩৯. কোন পর্বভুক্ত প্রাণীরা স্যুডোসিলোমেট?
ক. পরিফেরা খ. নিডারিয়া
গ. নেমাটোডা ঘ. মলাস্কা
নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্পা মিউজিয়ামে ঘুরতে গেল। সেখানে সংরক্ষণ করা বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো।
৪০. উল্লিখিত প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. Sarcopterygii
খ. Actinopterygii
গ. Chondrichthyes
ঘ. Cephalaspido morphi
৪১. উল্লিখিত প্রাণীটির বৈশিষ্ট্য হলো—
i. দেহ প্লাকয়েড আঁশে আবৃত
ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল
iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. শ্রেণিবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটি?
ক. Phylum খ. Class
গ. Order ঘ. Family
৪৩. কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?
ক. Mollusca খ. Annelida
গ. Cnidaria ঘ. Echinodermata
৪৪. কোনটি অপ্রতিসম প্রাণী?
ক. ইলিশ খ. তারা মাছ
গ. হাইড্রা ঘ. অ্যামিবা
৪৫. কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম?
ক. Hydra vulgaris
খ. Taenia solium
গ. Pila globosa
ঘ. Spongilla lacustris
৪৬. শ্রেণীকরণের যেকোনো ধাপের জনগোষ্ঠীকে বলে?
ক. গণ
খ. পর্ব
গ. ট্যাক্সন
ঘ. প্রজাতি
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৮.ঘ ৩৯.গ ৪০.গ ৪১.খ ৪২.ক ৪৩.ঘ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা