পঞ্চম শ্রেণি - বাংলা | ক্রিয়াপদের চলিত রূপ (১২১-১৩০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ক্রিয়াপদের চলিত রূপ

১২১. প্রশ্ন: ভাবিতে ভাবিতে মৌলবীর কপালে চিন্তার রেখা দেখা দিল।

উত্তর: ভাবতে ভাবতে মৌলবীর কপালে চিন্তার রেখা দেখা দিল।

১২২. প্রশ্ন: মৌলবী বলিলেন, ‘মনে আছে মোর বল।’

উত্তর: মৌলবী বললেন, ‘মনে আছে মোর বল।’

১২৩. প্রশ্ন: বাদশাহ দ্রুত শিক্ষককে ডাকিয়া নিয়ে গেলেন।

উত্তর: বাদশাহ দ্রুত শিক্ষককে ডেকে নিয়ে গেলেন।

১২৪. প্রশ্ন: মৌলবী বাদশাহের কথা প্রথমে বুঝিলেন না।

উত্তর: মৌলবী বাদশাহের কথা প্রথমে বুঝলেন না।

১২৫. প্রশ্ন: শাহজাদা নিজ হাতে গুরুর চরণ না ধুয়ে দেওয়ায় বাদশাহ দুঃখ পাইলেন।

উত্তর: শাহজাদা নিজ হাতে গুরুর চরণ না ধুয়ে দেওয়ায় বাদশাহ দুঃখ পেলেন।

আরও পড়ুন

১২৬. প্রশ্ন: বিদ্যালয়ের ছেলেরা মাঠে বল খেলিতেছে।

উত্তর: বিদ্যালয়ের ছেলেরা মাঠে বল খেলছে।

১২৭. প্রশ্ন: জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করিয়াছেন।

উত্তর: জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন।

১২৮. প্রশ্ন: দেশের কল্যাণের জন্য জগদীশচন্দ্র বসু নিজ দেশে ফিরিয়া আসেন।

উত্তর: দেশের কল্যাণের জন্য জগদীশচন্দ্র বসু নিজ দেশে ফিরে আসেন।

১২৯. প্রশ্ন: গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করিয়া স্যার জগদীশ চন্দ্র বসু পরিচিতি লাভ করেন।

উত্তর: গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে স্যার জগদীশ চন্দ্র বসু পরিচিতি লাভ করেন।

১৩০. প্রশ্ন: স্যার জগদীশচন্দ্র বসু পৃথিবীকে দেখাইয়াছেন বিজ্ঞানের নতুন পথ।

উত্তর: স্যার জগদীশচন্দ্র বসু পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন