এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৫১. কার্পাস বয়নশিল্পের কাঁচামাল নিচের কোনটি?

ক. তুলা খ. পাট

গ. রেয়ন ঘ. সিনথেটিক

৫২. বাংলাদেশের সারশিল্পের অন্যতম কাঁচামাল কোনটি?

ক. চীনামাটি খ. চুনাপাথর

গ. প্রাকৃতিক গ্যাস ঘ. জিপসাম

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অমি ওসাকা উপসাগরের তীরবর্তী এলাকায় একটি শিল্পকেন্দ্রে চাকরি করেন। তিনি যে শিল্পকেন্দ্রে চাকরি করেন সেটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র।

৫৩. অমি কোন দেশের শিল্পকেন্দ্রে চাকরি করেন?

ক. জাপান খ. চীন

গ. নেপাল ঘ. ভারত

৫৪. উদ্দীপকের উল্লিখিত উপসাগরের তীরবর্তী এলাকার লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রগুলো হচ্ছে—

i. কোবে

ii. আমাগাসাকি

iii. সাকাই

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. টুম্পা তার ভূগোল বইয়ে পড়ল—কার্পাস বয়নশিল্প কেন্দ্রীকরণে জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন জলবায়ু কার্পাস বয়নশিল্পের জন্য বিশেষ উপযোগী?

ক. আর্দ্র খ. শুষ্ক

গ. উষ্ণ ঘ. নাতিশীতোষ্ণ

৫৬. দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনির কলটি ব্যতিক্রমধর্মী। কারণ, এখানে চিনি ছাড়াও উৎপাদিত হয়—

ক. ইউরেনিয়াম খ. মেথিলেটেড স্পিরিট

গ. গুড় ঘ. সার

৫৭. তামার সঙ্গে দস্তা মিশিয়ে কোনটি প্রস্তুত হয়?

ক. ব্রোঞ্জ খ. পিতল

গ. ডুরালুমিন ঘ. গিনি সোনা

৫৮. অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কী?

ক. তামা খ. বক্সাইট

গ. ম্যাঙ্গানিজ ঘ. অভ্র

৫৯. চীনের শ্রেষ্ঠ বস্ত্র বয়নশিল্প অঞ্চল কোনটি?

ক. সিকিয়াং খ. সাংহাই

গ. নানকিং ঘ. হ্যালচাও

নিচের উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ফাহিম মুনতাসীর চুয়াডাঙ্গায় বসবাস করে। সে দর্শনার একটি ব্যতিক্রমধর্মী চিনিকলে দীর্ঘদিন যাবৎ কর্মরত।

৬০. ফাহিম মুনতাসীরের কর্মরত চিনিকলটি কত সালে জাতীয়করণ করা হয়?

ক. ১৯৫৫ খ. ১৯৭২

গ. ১৯৮৩ ঘ. ২০০৯

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৫১.ক ৫২.গ ৫৩.ক ৫৪.ঘ ৫৫.ক ৫৬.খ ৫৭.খ ৫৮.খ ৫৯.খ ৬০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)