এসএসসি ২০২২ - কৃষিশিক্ষা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১. কোন প্রকৃতির মাটি বাদাম চাষের জন্য উপযোগী?

ক. কংকরযুক্ত খ. দোআঁশ

গ. বেলে ঘ. এঁটেল

২. বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়?

ক. যশোর খ. নোয়াখালী

গ. ফেনী ঘ. দিনাজপুর

৩. ডাল ফসল কোন মাটিতে ভালো হয়?

ক. অম্লীয় মাটি

খ. বেলে দোআঁশ মাটি

গ. ক্ষারীয় চুনযুক্ত মাটি

ঘ. এঁটেল মাটি

৪. কোন ধরনের মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী?

ক. নদীবাহিত গভীর পলি মাটি

খ. অম্লীয় মাটি

গ. এঁটেল মাটি

ঘ. ক্ষারীয় চুনযুক্ত মাটি

৫. অতিরিক্ত পানি কোন ফসলের জন্য ক্ষতিকর?

ক. পাট খ. গম

গ. ডাল ঘ. ধান

৬. মাটির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কতটি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?

ক. ১০ খ. ২০

গ. ৩০ ঘ. ৪০

৭. আদর্শ মাটি বলা হয় নিচের কোনটিকে?

ক. বেলে খ. কাদাময়

গ. এঁটেল ঘ. দোআঁশ

৮. রোপা আমন কোন ঋতুর ফসল?

ক. বোরো খ. আউশ

গ. খরিপ–১ ঘ. খরিপ–২

৯. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটি কী ধরনের?

ক. বেলে খ. বেলে দোআঁশ

গ. দোআঁশ ঘ. কর্দম

১০. পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটির ধরন কী রকম?

ক. দোআঁশ খ. বেলে

গ. এঁটেল ঘ. এঁটেল দোআঁশ

নিচের অনুচ্ছেদ পড়ে উত্তর দাও।

আবুল মিয়ার নিচু জমি রয়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তা তাঁর জমি দেখে বললেন, ধান ভালো হবে। জমিতে জৈব সার দেওয়ার জন্য বললেন।

১১. কৃষি কর্মকর্তা কোন সারটি প্রয়োগের পরামর্শ দিলেন?

ক. নাইট্রোজেন খ. মিশ্র সার

গ. কম্পোস্ট ঘ. পটাশিয়াম

১২. কৃষি কর্মকর্তা কৃষক মতিন মিয়াকে তার জমিতে চাষ করতে বললেন—

i.বোরো ধান

ii. জলি আমন

iii. আউশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. কোন মাসে বিনা চাষে ডালের বীজ জমিতে বপন করা হয়?

ক. পৌষ খ. মাঘ

গ. বৈশাখ ঘ. আশ্বিন

১৪. কোনটি জমি প্রস্তুতির প্রাথমিক ধাপ?

ক. ভূমি কর্ষণ খ. নালা তৈরি

গ. সার প্রয়োগ ঘ. বেড তৈরি

১৫. ভূমি কর্ষণের উদ্দেশ্য কতটি?

ক. ২ খ. ৪

গ. ৬ ঘ. ৮

১৬. মাটিতে জৈব পদার্থ কম হলে কী ব্যবহার করতে হবে?

ক. রাসায়নিক সার

খ. কম্পোস্ট সার

গ. সবুজ সার

ঘ. চুন

১৭. কোন ফসল সবুজ সার তৈরিতে ব্যবহার করা হয়?

ক. ভুট্টা খ. শর্ষে

গ. যব ঘ. ধঞ্চে

১৮. কিসের মাধ্যমে মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা যায়?

ক. ভূমি কর্ষণে

খ. সার প্রয়োগ

গ. নালা তৈরির মাধ্যমে

ঘ. বেড তৈরির মাধ্যমে

১৯. মাটিতে আর্দ্রতার অভাব ঘটে কেন?

ক. বৃষ্টি বেশি হলে

খ. বৃষ্টি কম হলে

গ. মাটিতে হালকা চাষ দিলে

ঘ. মাটিতে কম সার প্রয়োগ করলে

২০. বৃষ্টি কম হলে মাটিতে গভীর চাষ দেওয়া অনুচিত কেন?

ক. আর্দ্রতা কমে যায়

খ. উর্বরতা হ্রাস পায়

গ. অণুজীবের কার্যকারিতা হ্রাস পায়

ঘ. জমি কর্দমাক্ত হয়ে যায়

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.গ ২.ঘ ৩.গ ৪.ক ৫.গ ৬.গ ৭.ঘ ৮.ঘ ৯.গ ১০.ক ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.গ ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.গ ২০.ক

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা