তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৬১. কত সালে মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন?

ক. ১৯৬৫ সালে খ. ১৯৬৬ সালে

গ. ১৯৬৮ সালে ঘ. ১৯৬৯ সালে

৬২. বায়োমেট্রিকসে শারীরবৃত্তীয় পাসওয়ার্ড হলো—

i. আঙুলের ছাপ

ii. মুখের কথা

iii. মুখ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. মহাকাশ অভিযান করার জন্য একটি মহাকাশযানকে কত গতিবেগ অর্জন করতে হয়?

ক. ২০ হাজার মাইল/ঘণ্টা

খ. ২৫ হাজার মাইল/ঘণ্টা

গ. ৩০ হাজার মাইল/ঘণ্টা

ঘ. ৩৫ হাজার মাইল/ঘণ্টা

৬৪. জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো পৃথিবীপৃষ্ঠ থেকে কত দূরে স্থাপন করা হয়?

ক. ৩০,০০০ কিলোমিটার

খ. ৩২,০০০ কিলোমিটার

গ. ৩৪,০০০ কিলোমিটার

ঘ. ৩৬,০০০ কিলোমিটার

৬৫. বাংলাদেশ যে জিওস্টেশনারি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে, তার নাম কী?

ক. অরিয়ন–১ স্যাটেলাইট

খ. বেঙ্গল স্যাটেলাইট

গ. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

ঘ. সোনার বাংলা স্যাটেলাইট

৬৬. বায়োমেট্রিকসে আচরণগত পাসওয়ার্ড হলো—

i. মানুষের কথা বা কণ্ঠস্বর

ii. ডিএনএ

iii. স্বাক্ষর যাচাইকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. GPS–এর পূর্ণরূপ কী?

ক. Global Positioning System

খ. Geographic Positioning System

গ. Geography Positioning System

ঘ. Global Postal System

৬৮. PLC–এর পূর্ণরূপ কী?

ক. Programming Language Controller

খ. Program Logic Controller

গ. Peripheral Logic Controller

ঘ. Program Logic Converter

নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

প্রফেসর যায়েদ খান এমন একটি যন্ত্র নির্মাণ করেন, যেটি উঁচু–নিচু জায়গায় চলাচল করতে এবং ভিডিও করে পাঠাতে পারে।

৬৯. প্রফেসর যায়েদ খান কোন প্রযুক্তি ব্যবহার করে যন্ত্রটি তৈরি করেন?

ক. বায়োমেট্রিকস

খ. ভার্চ্যুয়াল রিয়েলিটি

গ. রোবোটিকস

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

৭০. উদ্দীপকে উল্লিখিত যন্ত্রটি ব্যবহার করা যায়–

i. শিল্পকারখানায়

ii. চিকিৎসাক্ষেত্রে

iii. গৃহ ব্যবস্থাপনায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬১. ঘ ৬২. খ ৬৩. গ ৬৪. ঘ ৬৫. গ ৬৬. খ ৬৭. ক ৬৮. খ ৬৯. গ ৭০. ঘ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা