এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৭১. উপমহাদেশে কত সালে ‘ট্রেডমার্কস’ আইন প্রণয়ন করা হয়?

ক. ১৯৪০ সালে খ. ১৯৪৭ সালে

গ. ১৯৫২ সালে ঘ. ২০০৯ সালে

৭২. বর্তমানে বাংলাদেশে কত সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়?

ক. ২০০৯ সালে খ. ২০১১ সালে

গ. ২০১৫ সালে ঘ. ২০১৮ সালে

৭৩. বুদ্ধিবৃত্তির অন্তর্ভুক্ত—

i. কপিরাইট

ii. পেটেন্ট

iii. ট্রেডমার্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৪. বিমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?

ক. স্থানগত খ. সময়গত

গ. ঝুঁকিগত ঘ. অর্থগত

৭৫. পৌরসভা এলাকায় হস্তশিল্পের দোকান স্থাপনের জন্য কোনটি প্রয়োজন হবে?

ক. লবিং

খ. ব্যক্তিগত পরিচয়

গ. ট্রেড লাইসেন্স

ঘ. অধিক পুঁজি

আরও পড়ুন

৭৬. বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয়, তাকে কী বলে?

ক. চুক্তিপত্রে

খ. বিমাপত্র

গ. বিমা চিঠি

ঘ. আবেদনপত্র

৭৭. ‘বিমা’ কী হিসেবে গণ্য?

ক. ঝুঁকি খ. ক্ষতি

গ. ব্যবসায় ঘ. চাকরি

৭৮. বিএসটিআই প্রতিষ্ঠানটি—

i. পণ্যের মান নিয়ন্ত্রণ করে

ii. ট্রেডমার্ক নিবন্ধন করে

iii. বিমা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৯. কোনো পণ্যকে অন্যের অনুরূপ পণ্য হতে স্বতন্ত্র করে কোনটি?

ক. ট্রেডমার্ক

খ. সার্ভিস মার্ক

গ. পেটেন্ট

ঘ. কপিরাইট

নিচের উদ্দীপকটি পড়ে ৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ননী তাঁর কবিতার বই প্রকাশের জন্য ২০০৬ সালের ১ জানুয়ারি তৃণ প্রকাশনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

৮০. উদ্দীপকে কোন ধরনের চুক্তি সম্পাদিত হয়?

ক. ব্যবসায়িক চুক্তি

খ. ফ্রানসাইজিং চুক্তি

গ. অংশীদারত্বের চুক্তি

ঘ. কপিরাইট চুক্তি

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৭১.ক ৭২.ক ৭৩.ঘ ৭৪.গ ৭৫.গ ৭৬.খ ৭৭.গ ৭৮.ক ৭৯.ক ৮০.ঘ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন