অধ্যায় ১
১. Civitas শব্দের অর্থ কোনটি?
ক. রাষ্ট্র খ. জাতীয় রাষ্ট্র
গ. নগর রাষ্ট্র ঘ. জাতীয় জনসমাজ
২. ‘CIVITAS’ শব্দের অর্থ কী?
ক. নগর খ. নগর রাষ্ট্র
গ. নাগরিক ঘ. নাগরিকতা
৩. প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত?
ক. পরিবার খ. গোষ্ঠী
গ. নগর রাষ্ট্র ঘ. জাতি রাষ্ট্র
৪. ‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি’— এ উক্তিটি কার?
ক. ই এম হোয়াইট খ. এফ আই গ্লাউড
গ. অধ্যাপক গার্নার ঘ. জন অস্টিন
৫. ‘Civis’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ল্যাটিন খ. ফরাসি
গ. গ্রিক ঘ. স্প্যানিশ
৬. পৌরনীতিকে ‘জ্ঞানের মূল্যবান’ শাখা বলেছেন কে?
ক. গার্নার খ. এফ আই গ্লাউড
গ. ম্যাকাইভার ঘ. ই এম হোয়াইট
৭. ‘CIVIS’ শব্দের অর্থ কী?
ক. নগর রাষ্ট্র খ. নাগরিক
গ. পৌর ঘ. রাষ্ট্র
৮. নিচের কোন বিষয়টি প্রধানত নাগরিক–সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে?
ক. সমাজবিজ্ঞান খ. পৌরনীতি ও সুশাসন
গ. অর্থনীতি ঘ. নৃবিজ্ঞান
৯. প্রাচীন গ্রিসে কী ধরনের রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান ছিল?
ক. যুক্ত রাষ্ট্রীয় খ. সাম্রাজ্যভিত্তিক রাষ্ট্র
গ. নগর রাষ্ট্র ঘ. জাতীয় রাষ্ট্র
১০. নিচের কোনটি নগর রাষ্ট্রের উদাহরণ?
ক. ফ্রান্স খ. ইতালি
গ. প্রাচীন গ্রিস ঘ. মিসর
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.গ ২.খ ৩.গ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.খ ৮.খ ৯.গ ১০.গ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা