সংক্ষেপে জেনে রাখি - উফশী ধান, পুণ্ড্রনগর, গ্রিনিচ মানমন্দির, সাইলেজ

উফশী ধান

ধানের উফশী জাত বলতে মূলত উচ্চফলনশীল বা হাইব্রিড জাতকেই বোঝায়। যে ধানগাছের সার গ্রহণক্ষমতা বেশি, পাতা খাড়া, শিষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে, পোকা ও রোগের আক্রমণ কম হয় এবং ফলন বেশি হয়, তাকে উফশী ধান বলে।

পুণ্ড্রনগর

পুণ্ড্রনগর বাংলাদেশের প্রাচীনতম নগর। এটি ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ এবং পুণ্ড্র জাতির রাজধানী। করতোয়া নদীর ডান তীরে অবস্থিত বগুড়ার মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রনগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। এটি ছিল একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় কেন্দ্র।

গ্রিনিচ মানমন্দির

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের উপকন্ঠে টেমস নদীর পাশে গ্রিনিচ পাহাড়ের চূড়ায় অবস্থিত রয়েল অবজারভেটরিকে গ্রিনিচ মানমন্দির বলে। এই মানমন্দিরের ওপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত যে দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। মূল মধ্যরেখার মান ০° িডগ্রি ধরে পূর্ব ও পশ্চিম উভয় দিকে ১৮০° িডগ্রি হিসাবে পৃথিবীর ৩৬০° িডগ্রি পরিমাপ করা হয়।

সাইলেজ

গো-খাদ্যের জন্য সবুজ সতেজ ঘাস টুকরা টুকরা করে কেটে বায়ুশুন্য অবস্থায় বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণকে সাইলেজ বলা হয়। এতে গো-খাদ্যের পুষ্টিগুণ বাড়ে। সাধারণত সব ধরনের সবুজ ঘাস দিয়ে সাইলেজ তৈরি করা যায়। সংরক্ষণের ৪০ দিন পর থেকে যে কোন সময় সরাসরি বা শুকনো খড়ের সাথে মিশিয়ে গরুকে খাওয়ানো যায়।

আরও পড়ুন