এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

২১. ‘পেটেন্ট’ কোন ধরনের সম্পদ?

ক. একধরনের সম্পদ

খ. একধরনের প্রাপ্তি

গ. একধরনের মেধাসম্পদ

ঘ. একধরনের মানবসম্পদ

২২. ক্ষতিপূরণের চুক্তিকে বলা হয়—

i. জীবনবিমা ii. অগ্নিবিমা

iii. নৌবিমা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের বৈশিষ্ট্য কী?

ক. উৎপাদন খ. বাজারজাতকরণ

গ. চুক্তি ঘ. মুনাফা অর্জন

২৪. সর্বাধিক প্রচলিত বিমা কয় প্রকার?

ক. ৪ খ. ৫

গ. ৬ ঘ. ৭

২৫. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ে কোন কোন পক্ষ জড়িত থাকে?

i. ফ্র্যাঞ্চাইজার ii. ফ্র্যাঞ্চাইজিং

iii. ফ্র্যাঞ্চাইজি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. বিমাগ্রহীতা বিমাকারীকে কী প্রদান করেন?

ক. বিমা খ. প্রিমিয়াম

গ. সুদ ঘ. মুনাফা

২৭. বর্তমানে বাংলাদেশে কত সালের বিমা আইন চালু আছে?

ক. ২০০১ খ. ২০০৪

গ. ২০০৬ ঘ. ২০১০

২৮. মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে ট্রেডমার্ক কত বছরের জন্য নবায়ন করা হয়?

ক. ৫ বছরের খ. ৭ বছরের

গ. ১০ বছরের ঘ. ১৫ বছরের

২৯. বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয়, তাকে কী বলে?

ক. দলিল খ. বিমাপত্র

গ. বিমাকারী ঘ. চুক্তিপত্র

৩০. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের অসুবিধা হলো—

i. যেকোনো সময় অর্থায়ন ব্যবস্থা

ii. কড়া মনিটরিং

iii. বেশি পরিমাণে বিনিয়োগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২১.গ ২২.গ ২৩.গ ২৪.খ ২৫.খ ২৬.খ ২৭.ঘ ২৮.গ ২৯.খ ৩০.গ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা