এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্–বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি

এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্​–বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি 

ডাচ্​–বাংলা ব্যাংক ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। 

∎ আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর

∎ আবেদনের যোগ্যতা: ন্যূনতম সিজিপিএ (৪র্থ বিষয় ব্যতীত) সব গ্রুপের জন্য নিম্নরূপ: 

  • সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান জিপিএ–৫। জেলা শহর এলাকার প্রতিষ্ঠান জিপিএ–৫। গ্রামীণ/অনগ্রসর অঞ্চলের অন্তর্গত শিক্ষাপ্রতিষ্ঠান জিপিএ–৪.৮৩।

  • বৃত্তির পরিমাণ ও সময়কাল: শিক্ষার স্তর এইচএসসি। সময়কাল ২ বছর। মাসিক বৃত্তি ২,৫০০ টাকা। 

  • বাষি৴ক অনুদান পাঠ্যবইয়ের জন্য ২,৫০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা।

জেনে রাখো: গ্রামীণ/অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীণ৴ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের জন্য প্রদান করা হবে।

কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ: আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২২। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২। 

দরকারি তথ৵: ২০২২ সালের এসএসসি/সমমান উত্তীর্ণদের অনলাইনে app.dutchbanglabank.com/DBBLScholarship –এই ঠিকানায় আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি ও এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্–বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি.pdf

২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

∎ দেশের সব শিক্ষা বোডে৴র ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৮ ডিসেম্বর ২০২২।

∎ চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। 

∎ ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে।