পদার্থবিজ্ঞান - এসএসসি পরীক্ষা ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, পদার্থবিজ্ঞান পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, অধ্যায় ২ ও অধ্যায় ৩ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।

অধ্যায় ১

১. ‘ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়’ কে দেখিয়েছিলেন?

ক. থেলিস খ. আলবার্ট আইনস্টাইন

গ. পিথাগোরাস ঘ. গ্যালিলিও

২. আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?

ক. নিউটন খ. আলবাট৴

গ. পিথাগোরাস ঘ. আলবার্ট আইনস্টাইন

৩. ঘনকোণের একক কোনটি?

ক. স্টেরিডিয়ান খ. ক্যান্ডেলা

গ. ডিগ্রি ঘ. মোল

৪. কোনটি সবচেয়ে ছোট একক?

ক. স্টেরিডিয়ান খ. মিটার

গ. ফেমটোমিটার ঘ. পিকোমিটার

৫. নিচের কোনটি মৌলিক একক?

ক. ক্যান্ডেলা খ. ওয়াট

গ. নিউটন ঘ. ভোল্ট

৬. পদার্থের পরিমাণের একক কী?

ক. গ্রাম খ. কিলোগ্রাম

গ. মোল ঘ. মিটার

৭. এক ফেমটোমিটার = কত মিটার?

ক. 10-15 খ. 1015

গ. 1018 ঘ. 10-18

৮. দীপন তীব্রতার একক কী?

ক. অ্যাম্পিয়ার খ. লুমেন

গ. ক্যান্ডেলা ঘ. লাক্স

৯. তাপমাত্রার S.I একক কোনটি?

ক. সেলসিয়াস খ. কেলভিন

গ. ফারেনহাইট ঘ. ক্যান্ডেলা

১০. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?

ক. ম্যাক্স প্ল্যাঙ্ক খ. মার্কনি

গ. রনজেন ঘ. বেকেরেল

১১. নিচের কোন বিজ্ঞানী সূর্যগ্রহণ–সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত?

ক. থেলিস খ. আর্কিমিডিস

গ. পিথাগোরাস ঘ. ডেমোক্রিটাস

১২. নিচের কোনটি মৌলিক রাশি?

ক. বেগ খ. সময়

গ. সরণ ঘ. বল

১৩. কোন বিজ্ঞানী ‘ক্যালকুলাস’ আবিষ্কার করেন?

ক. গ্যালিলিও খ. কেপলার

গ. আইনস্টাইন ঘ. নিউটন

১৪. কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে?

ক. নিউটন খ. কেপলার

গ. গ্যালিলিও ঘ. হাইগেন

১৫. পাখির ওড়া পর্যবেক্ষণ করে কোন বিজ্ঞানী উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন?

ক. রজার বেকন খ. ডা. গিলবার্ট

গ. আর্কিমিডিস ঘ. লিউনার্দো দ্য ভিঞ্চি

১৬. E = mc2 সূত্রটি কে আবিষ্কার করেন?

ক. রন্টজেন খ. মাদাম কুরি

গ. আইনস্টাইন ঘ. সত্যেন্দ্রনাথ বোস

১৭. কোন বিজ্ঞানী ১৫৪৩ সালে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন?

ক. কোপার্নিকাস খ. নিউটন

গ. গ্যালিলিও ঘ. আর্কিমিডিস

১৮. বলের মাত্রা কোনটি?

ক. MLT-1 খ. ML-1T-2

গ. MLT2 ঘ. MLT-2

১৯. নিচের কোনটি লব্ধ একক?

ক. মোল খ. কেলভিন

গ. জুল ঘ. অ্যাম্পিয়ার

২০. সর্বপ্রথম চৌম্বকত্ব কোথায় আবিষ্কৃত হয়?

ক. গ্রিসে খ. চীনে

গ. মিসরে ঘ. ইংল্যান্ডে

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.ঘ ৩.ক ৪.গ ৫.ক ৬.গ ৭.ক ৮.গ ৯.খ ১০.ঘ ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.গ ১৭.ক ১৮.ঘ ১৯.গ ২০.খ

অধ্যায় ২

১. মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ—

i. সমত্বরণ

ii. অসমত্বরণ

iii. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২. একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত সব বস্তু—

i. সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে

ii. ভিন্ন ভিন্ন বেগে ভূমিকে আঘাত করবে

iii. একই সময় ভূমিতে পতিত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. পার্কের দোলনায় একটি শিশু দুলছে। তার এই দোলনের গতিটি কি গতি ?

ক. আপেক্ষিক স্থিতি

খ. সরল স্পন্দন গতি

গ. পরম স্থিতি

ঘ. পরম গতি

৪. পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি?

ক. রৈখিক গতি খ. ঘূর্ণন গতি

গ. চলন গতি ঘ. পর্যায়বৃত্ত গতি

৫. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?

ক. চলন খ. পর্যায়বৃত্ত

গ. ঘূর্ণন ঘ. স্পন্দন

৬. একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে, তা কী?

ক. স্পন্দন গতি খ. চলন গতি

গ. পর্যায় গতি ঘ. ঘূর্ণন গতি

৭. নিচের কোনটি ঘূর্ণন গতি?

ক. সরল দোলকের গতি

খ. সুরশলাকার গতি

গ. পৃথিবীর গতি

ঘ. বৈদ্যুতিক পাখার গতি

৮. সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ কেমন?

ক. বৃত্তাকার খ. সরলরৈখিক

গ. উপবৃত্তাকার ঘ. পরাবৃত্তাকার

৯. হ্যালির ধূমকেতুর গতি কী রকম গতি?

ক. রৈখিক গতি খ. উপবৃত্তাকার গতি

গ. পর্যায়বৃত্ত গতি ঘ. স্পন্দন গতি

১০. নিচের কোনটি ভেক্টর রাশি?

ক. কাজ খ. দ্রুতি

গ. বল ঘ. শক্তি

১১. নিচের কোনগুলো ভেক্টর রাশি?

ক. কাজ, সরণ খ. শক্তি, ক্ষমতা

গ. সময়, বেগ ঘ. বল, তড়িৎ প্রাবল্য

১২. নিচের কোনটি স্কেলার রাশি?

ক. বল খ. ত্বরণ

গ. বেগ ঘ. কাজ

১৩. বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?

ক. বেগ খ. দ্রুতি

গ. দূরত্ব ঘ. ত্বরণ

১৪. সময়ের সঙ্গে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?

ক. দ্রুতি খ. দূরত্ব

গ. বেগ ঘ. ত্বরণ

১৫. আমাদের হৃদ্​পিণ্ডের স্পন্দন গতি কোন ধরনের গতি?

ক. স্থিতি খ. পর্যায়বৃত্ত গতি

গ. গতি ঘ. অাপেক্ষিক গতি

১৬. নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ?

ক. স্থির অবস্থান থেকে পড়া

খ. বেগ সময়ের সমানুপাতিক

গ. বায়ু অপরিহার্য

ঘ. দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক

১৭. সময়ের পরিবর্তনের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?

ক. স্থিতি খ. পরম স্থিতি

গ. গতি ঘ. পরম গতি

১৮. অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ কীরূপ হবে?

ক. সুষম ত্বরণ খ. অসম ত্বরণ

গ. ঋণাত্মক ত্বরণ ঘ. মহাকর্ষ ত্বরণ

১৯. ভেক্টর রাশি হলো—

i. ওজন

ii. অভিকর্ষক ত্বরণ

iii. চৌম্বক প্রাবল্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর—

i. বেগ সময়ের সমানুপাতিক

ii. বেগ দূরত্বের সমানুপাতিক

iii. অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.গ ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.গ ১০.গ ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.খ

অধ্যায় ৩

১. বন্দুক থেকে গুলি ছুড়লে—

i. গুলি ও বন্দুকের ভরবেগ সমমুখী হয়

ii. গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয়

iii. বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২. ‘বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে সংঘর্ষের পরেও সম্মিলিত ভরবেগের কোনো পরিবর্তন হয় না’—এটি কিসের সূত্র?

ক. নিউটনের দ্বিতীয় সূত্র

খ. নিউটনের তৃতীয় সূত্র

গ. শক্তির নিত্যতা সূত্র

ঘ. ভরবেগের নিত্যতা সূত্র

৩. সমভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা কোনটি বিনিময় করে?

ক. ভর খ. বেগ

গ. ত্বরণ ঘ. বল

৪. গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

ক. হুইল খ. ব্রেক

গ. চাকা বা টায়ার ঘ. ইঞ্জিন

৫. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে মেনে চলে–

i. ভরবেগের নিত্যতা সূত্র

ii. শক্তির নিত্যতা সূত্র

iii. নিউটনের তৃতীয় সূত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. গাড়ির বেগ বেশি হলে—

i. গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হবে

ii. দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি হবে

iii. দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ বেশি হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়?

ক. মহাকর্ষ সূত্র

খ. নিউটনের প্রথম সূত্র

গ. নিউটনের দ্বিতীয় সূত্র

ঘ. নিউটনের তৃতীয় সূত্র

৮. প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দিয়ে গুণ করলে কোনটি পাওয়া যায়?

ক. ঘাত বল খ. ত্বরণ

গ. সুষম বেগ ঘ. বলের ঘাত

৯. কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকার শর্ত কী?

ক. ত্বরণ নির্দিষ্ট থাকা

খ. বল প্রয়োগ করা

গ. গতিশীল বস্তুকে স্থির করা

ঘ. ত্বরণ না থাকা

১০. বলের মাত্রাকে ভরবেগের মাত্রা দিয়ে ভাগ করলে কোনটির মাত্রা পাওয়া যাবে?

ক. কম্পাঙ্ক খ. সময়

গ. দূরত্ব ঘ. পর্যায়কাল

১১. কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন নিচের কোনটির সমান?

ক. ঘর্ষণ বল খ. প্রতিক্রিয়া বল

গ. ঘাত বল ঘ. বলের ঘাত

১২. গাড়ির টায়ার ও রাস্তার মধ্যবর্তী কিসের জন্য গাড়ি চালানো সম্ভব হয়?

ক. ঘর্ষণ খ. বল

গ. ত্বরণ ঘ. ভরবেগ

১৩. বলের মাত্রা কোনটি?

ক. MLT-1 খ. MLT-2

গ. ML-2T2 ঘ. M-1LT-2

১৪. ঘর্ষণের ফলে অপচয়কৃত শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক. আলোক খ. বিদ্যুৎ

গ. তাপ ঘ. যান্ত্রিক

১৫. ইঞ্জিনের গতিশীল যন্ত্রগুলোর ঘর্ষণ কমাতে কী ব্যবহার করা হয়?

ক. পানি খ. গ্লিসারিন

গ. গ্রিজ ঘ. বালি

১৬. প্রকৃতি থেকে পাওয়া যায়—

i. মহাকর্ষ ও তাড়িতচৌম্বক বল

ii. দুর্বল নিউক্লীয় বল

iii. সবল নিউক্লীয় বল

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৭. বলের ক্রিয়ায়—

i. স্থির বস্তু গতিশীল হতে পারে

ii. বস্তুর ত্বরণ সৃষ্টি হতে পারে

iii. বস্তুর গতির দিক পরিবর্তন হতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. পরস্পরের সংস্পর্শে না থেকেও দুটি বস্তুর মধ্যে বল প্রয়োগ করতে পারে—

i. চৌম্বক বল

ii. তড়িৎ বল

iii. টান বল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. বল বিয়ারিং ব্যবহার করা হয়—

i. গতিকে বাধা দেওয়ার জন্য

ii. ঘর্ষণ কমানোর জন্য

iii. গতিকে সহজ করার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. ‘মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক’—এটি কোন সূত্র নামে পরিচিত?

ক. কুলম্বের সূত্র খ. অ্যাম্পিয়ারের সূত্র

গ. মহাকর্ষ সূত্র ঘ. নিউটনের সূত্র

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.গ ২.ঘ ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ক ১১.ঘ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা