কৃষিশিক্ষা - এসএসসি পরীক্ষা ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

প্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৪, তোমাদের কৃষিশিক্ষা পরীক্ষা উপলক্ষে এখানে অধ্যায় ২ থেকে ৬৭টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

অধ্যায় ২

১. পুকুরের পানিতে দ্রবীভূত কোন জিনিস মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. জৈব সার ঘ. প্ল্যাংকটন

২. পুকুরের পাড়গুলোর কত হারে ঢালু হলে সবচেয়ে ভালো?

ক. ১:২ হারে খ. ১:৩ হারে

গ. ২:৩ হারে ঘ. ২:৪ হারে

৩. বাংলাদেশে স্বাদু পানির মাছের মধ্যে কত প্রজাতির মাছ বিপন্ন?

ক. ২১ টি খ. ২৪টি

গ. ২৬টি ঘ. ৩০টি

৪. বাংলাদেশে স্বাদু পানির মাছের মধ্যে কত প্রজাতির মাছ ঝুঁকিপূর্ণ?

ক. ১০টি খ. ১২টি

গ. ২৫টি ঘ. ১৬টি

৫. হাঁস–মুরগির খামার পরিচালনায় মোট খরচের শতকরা কত ভাগ খাদ্য ক্রয় খাতের?

ক. ৫০% খ. ৬০%

গ. ৭০% ঘ. ৮০%

৬. নিচের কোনটি ‘জলজ পাখি’ বলা হয়?

ক. মুরগি খ. হাঁস

গ. মাছরাঙা ঘ. পানকৌড়ি

৭. সবুজ ঘাসে শতকরা কত ভাগ আর্দ্রতা থাকে?

ক. ৪০-৫০% খ. ৪৫-৬৫%

গ. ৬৫-৭৫% ঘ. ৭৫-৮০%

৮. ভালো মানের ‘হে’ তে সর্বোচ্চ শতকরা কতভাগ অার্দ্রতা থাকে?

ক. ১০-২০% খ. ২০-২৫%

গ. ২৫-৩০% ঘ. ৩৫-৪৫%

৯. বর্তমানে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় হতে বিভিন্ন প্রজাতির শতকরা কত ভাগ মত্স্য উত্পাদন হয়?

ক. ২৫% খ. ৩০%

গ. ২৮% ঘ. ৪০%

১০. ষাট দশকে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় হতে বিভিন্ন প্রজাতির শতকরা কত ভাগ মত্স্য উত্পাদন হতো?

ক. ৫০% খ. ৬০%

গ. ৭০% ঘ. ৮০%

১১. পুকুরে সালেকসংশ্লেষণের জন্য কোন উপাদানটি প্রয়োজন?

ক. ঘোলাত্ব খ. তাপমাত্রা

গ. সূর্যালোক ঘ. গভীরতা

১২. মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি?

ক. জৈব সার খ. পানি

গ. শৈবাল ঘ. ফাইটোপ্লাঙ্কটন

১৩. পুকুরের পানির pH কত হলে মাছ মারা যায়?

ক. ৩–এর নিচে, ১১ –এর ওপরে

খ. ৪–এর নিচে, ১১ –এর ওপরে

গ. ৫–এর উপরে, ১১ –এর নিচে

ঘ. ৫–এর নিচে, ১৬ –এর ওপরে

১৪. নিচের কোন পুকুরটি অধিক গভীর হয়?

ক. বার্ষিক পুকুর খ. মৌসুমি পুকুর

গ. আঁতুড় পুকুর ঘ. চালাই পুকুর

১৫. স্থায়ী পুকুরে কত দিন পানি থাকে?

ক. ১ মাস খ ৩ মাস

গ. ৯ মাস ঘ. ১২ মাস

১৬. লালন পুকুরের আয়তন কত হলে ভালো হয়?

ক. ৫-১০ শতক খ. ১০-১৫ শতক

গ. ১০-২৫ শতক ঘ. ২০-১০০শতক

১৭. মজুত পুকুরের গভীরতা কত মিটার?

ক. ০–১ মিটার খ. ১–২ মিটার

গ. ২–৩ মিটার ঘ. ২–৪ মিটার

১৮. পুকুরের ওপরের স্তরে কোন মাছটি বাস করে?

ক. মাগুর খ. পাঙাশ

গ. সরপুঁটি ঘ. রুই

১৯. ফাইটোপ্লাঙ্কটন বেশি থাকে পুকুরের কোন স্তরে?

ক. তলদেশে খ. মধ্যস্তরে

গ. ওপরের স্তরে ঘ. মধ্য ও তলদেশে

২০. চিংড়ি পানির কোন স্তরে বাস করে?

ক. পানির ওপরের স্তরে

খ. পানির নিচের স্তরে

গ. মধ্যস্তরে

ঘ. তলদেশে কাদার ওপরের স্তরে

২১. পানির তলদেশে কোন মাছ বাস করে?

ক. কাতলা খ. সিলভারকার্প

গ. রুই ঘ. মৃগেল

২২. কোনটি ‘ফাইটোপ্লাঙ্কটন’?

ক. রুটিকার খ. ড্যাফনিয়া

গ. ক্লোরেলা ঘ. ক্লাডেসিরা

২৩. ‘নেকটন’ বলা হয় কোনটিকে?

ক. শামুক খ. ঝিনুক

গ. ব্যাঙ ঘ. শ্যাওলা

২৪. কোন জলজ উদ্ভিদটি পানির তলদেশে থাকে?

ক. নাজাস খ. হেলেঞ্চা

গ. শাপলা ঘ. আড়াইল

২৫. ‘সিমাজিন’ কোন কাজে ব্যবহার করা হয়?

ক. মাটি শোধনে

খ. পানি পরিশোধনে

গ. আখবীজ শোধনে

ঘ. জলজ আগাছা দমনে

২৬. কোনটি রাক্ষুসে মাছ?

ক. রুই খ. কাতলা

গ. বোয়াল ঘ. মৃগেল

২৭. অচাষযোগ্য মাছ কোনটি?

ক. রুই খ. মৃগেল

গ. তেলাপিয়া ঘ. পুঁটি

২৮. পুকুরে প্লাঙ্কটন উৎপাদনের জন্য পর্যাপ্ত আলো–বাতাসের ব্যবস্থা করা হয় কীভাবে?

ক. চুন ব্যবহারে খ. সার ব্যবহারে

গ. খাদ্য ব্যবহারে ঘ. সেক্কিডিস্ক ব্যবহারে

২৯. জুপ্লাঙ্কটনের উপস্থিতির জন্য পানির রং কেমন হয়?

ক. হলুদাভ খ. বেগুনি

গ. নীলাভ ঘ. বাদামি সবুজ

৩০. আলুর জন্য ক্ষতিকর—

i. নিম্ন তাপমাত্রা

ii. মেঘলা আকাশ

iii. কুয়াশাচ্ছন্ন আবহাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩১. বাংলাদেশের মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়?

ক. ১৯৩০ সালে খ. ১৯৪০ সালে

গ. ১৯৫০ সালে ঘ. ১৯৭০ সালে

৩২. প্রতিবছর কখন ইলিশ মাছ ধরা নিষেধ?

ক. ১৫-২৪ অক্টোবর খ. ১৫-২৪ সেপ্টেম্বর

গ. ১-১০ অক্টোবর ঘ. ১-১০ সেপ্টেম্বর

৩৩. ব্রয়লার মুরগিকে কত প্রকার রেশন সরবরাহ করা হয়?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৩৪. বাড়ন্ত হাঁসের রেশনের মেয়াদকাল নিচের কোনটি?

ক. ০-৪ সপ্তাহ খ. ৫-১৯ সপ্তাহ

গ. ১৯-২৫ সপ্তাহ ঘ. ২০–২২ সপ্তাহ

৩৬. সাইলেজ কোন ধরনের খাদ্য?

ক. পুষ্টিসমৃদ্ধ খ. দানাদার খাদ্য

গ. আঁশযুক্ত ঘ. তরল খাদ্য

৩৭. সাইলেজ ব্যবহারের সুবিধা কয়টি?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

৩৮. উদ্ভিদতত্ত্ব অনুসারে বীজ হলো—

i. উদ্ভিদের নিষিক্ত ডিম্বক

ii. উদ্ভিদের পরিপক্ব ডিম্বক

iii. উদ্ভিদের যেকোনো অংশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. উদ্ভিদতাত্ত্বিক বীজ—

i. ধান ii. গম

iii. সরিষা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. মাছের ভালো উত্পাদন পাওয়ার জন্য পুকুরের পানিতে কত পিপিএম কার্বন ডাই–অক্সাইডে থাকা প্রয়োজন?

ক. ১-২ ppm খ. ২-৩ ppm

গ. ৩-৪ ppm ঘ. ৪-৫ ppm

৪১. জাব পোকা—

i. গাছের রস খায়

ii. ভাইরাস রোগ ছড়ায়

iii. কচি পাতা খায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. দেশের অভ্যন্তরীণ জলাশয়ের আয়তন কত?

ক. প্রায় ৪৭ লাখ হেক্টর

খ. প্রায় ৫৭ লাখ হেক্টর

গ. প্রায় ৫৯ লাখ হেক্টর

ঘ. প্রায় ৬৭ লাখ হেক্টর

৪৩. বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ মুক্ত জলাশয়?

ক. ৭৮ ভাগ খ. ৮০ ভাগ

গ. ৮২ ভাগ ঘ. ৯৮ ভাগ

৪৪. বাংলাদেশে বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ অভ্যন্তরীণ জলাশয় থেকে আসে?

ক. ৫০ ভাগ খ. ৬০ ভাগ

গ. ৮৫ ভাগ ঘ. ৯০ ভাগ

৪৫. বাংলাদেশে বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ সামুদ্রিক মৎস্য আহরিত হয়?

ক. ১৫ ভাগ খ. ২৫ ভাগ

গ. ৩০ ভাগ ঘ. ৫০ ভাগ

৪৬. বাংলাদেশে কত প্রজাতির স্বাদু পানির মাছ আছে?

ক. ১২০ প্রজাতি খ. ১৬০ প্রজাতি

গ. ২১০ প্রজাতি ঘ. ২৬০ প্রজাতি

৪৭. গ্যাবল টাইপ ঘরের ডিজাইনটি নিচের কোনটির জন্য প্রযোজ্য?

ক. হাঁস–মুরগি খ. ছাগল

গ. রুই মাছ ঘ. গরু

৪৮. বাংলাদেশে স্বাদু পানির মাছের মধ্যে কত প্রজাতির মাছ চরম বিপন্ন?

ক. ৮টি খ. ৯টি

গ. ১৪টি ঘ. ১৬টি

৪৯. মাছ চাষের প্রধান পুকুর কোনটি?

ক. নার্সারি পুকুর খ. লালন পুকুর

গ. মজুত পুকুর ঘ. পুকুর

৫০. রুইজাতীয় মাছ বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো তাপমাত্রা কত?

ক. ২৫–৩০° সেলসিয়াস

খ. ২৫–৩৫° সেলসিয়াস

গ. ৩৫–৪০° সেলসিয়াস

ঘ. ৪৫–৫০° সেলসিয়াস

৫১. উদ্ভিদের বংশবিস্তারের জন্য প্রধান মাধ্যম কোনটি?

ক. বীজ খ. কাণ্ড

গ. মূল ঘ. শাখা

৫২. কোনটি প্রকৃত বীজ দ্বারা বংশবিস্তার করে?

ক. আদা খ. হলুদ

গ. ফুলকপি ঘ. কলা

৫৩. বীজ উৎপাদনের সর্বমোট ধাপ কতটি?

ক. ৮টি খ. ৯টি

গ. ১০টি ঘ. ১১টি

৫৪. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্তত শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

ক. ১ ভাগ খ. ২ ভাগ

গ. ৩ ভাগ ঘ. ৪ ভাগ

৫৫. বীজ সংগ্রহের সময় কোন তথ্যটি জানতে হবে?

ক. বীজের তাপ খ. বীজের চাপ

গ. বীজের আর্দ্রতা ঘ. বীজের খাদ্য

৫৬. বীজ সংগ্রহের জন্য কতটি বিষয় জানতে হয়?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

৫৭. আলুর ঢলে পড়া কোন ধরনের রোগ?

ক. পুষ্টি ঘাটতিজনিত

খ. ছত্রাকজনিত

গ. ভাইরাসজনিত

ঘ. ব্যাকটেরিয়াজনিত

৫৮. আলুর মড়ক রোগ কোনটি?

ক. দাদ রোগ খ. ঢলে পড়া

গ. আর্লি ব্লাইট ঘ. লেইট ব্লাইট

৫৯. জাব পোকা আলু গাছের কী খায়?

ক. পাতা খ. রস

গ. ডাল ঘ. লেইট ব্লাইট

৬০. মাটির ওপরে গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাকে কী বলে?

ক. রোগিং খ. মালচিং

গ. হাম পুলিং ঘ. সোর্কিং

৬১. ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

ক. ফসল বীজ খ. জৈব সার

গ. কীটনাশক ঘ. সঠিক সেচ

৬২. নিচের কোনটির বংশবিস্তার কন্দের মাধ্যমে হয়?

ক. কলা খ. আদা

গ. গোল আলু ঘ. আনারস

৬৩. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা প্রয়োজন?

ক. ১% ভাগ খ. ২% ভাগ

গ. ৩% ভাগ ঘ. ৪% ভাগ

৬৪. নিচের কোনটি উদ্ভিদতাত্ত্বিক বীজ?

ক. আদা ক. কচু

গ. হলুদ ঘ. বরবটি

৬৫. বীজ উৎপাদনের জন্য অবশ্যই কোন বীজ সংগ্রহ করতে হবে?

ক. প্রত্যায়িত খ. মৌল

গ. ভিত্তি ঘ. অঙ্গজ

৬৬. ‘রোগিং’–এর অপর নাম কী?

ক. সংগ্রহ খ. পরিপাটি

গ. প্রত্যয়ন ঘ. বাছাইকরণ

৬৭. আলুর প্রধান ক্ষতিকর পোকা কোনটি?

ক. কাটুই পোকা খ. জাব পোকা

গ. লেইট ব্লাইট ঘ. বিছা পোকা

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.ক ৩.ঘ ৪.গ ৫.গ ৬.খ ৭.ঘ ৮.খ ৯.গ ১০.ঘ ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.গ ২০.খ ২১.ঘ ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.ঘ ২৬.গ ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.ঘ ৩১.গ ৩২.ক ৩৩.খ ৩৪.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.ঘ ৪০.ক ৪১.ক ৪২.ক ৪৩.গ ৪৪.গ ৪৫.ক ৪৬.ঘ ৪৭.ক ৪৮.খ ৪৯.গ ৫০.ক ৫১.ক ৫২.গ ৫৩.খ ৫৪.খ ৫৫.গ ৫৬.খ ৫৭.ঘ ৫৮.ঘ ৫৯.খ ৬০.গ ৬১.ক ৬২.গ ৬৩.খ ৬৪.ঘ ৬৫.ক ৬৬.ঘ ৬৭.গ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা