প্রশ্নোত্তর (৩-৪) : অধ্যায় ৪ | প্রাথমিক বিজ্ঞান - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৩. প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।

উত্তর: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো—

ক. গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা।

খ. যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলা।

গ. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা।

আরও পড়ুন

৪. প্রশ্ন: বায়ুদূষণের কারণ কী?

উত্তর: মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ুদূষণের একটি বড় কারণ। যেমন মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে। এর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে, যা বায়ুকে দূষিত করছে।

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন