অধ্যায় ২
৫৮. ইলেকট্রনসমূহ শক্তি বিকিরণ করে ৫ম শক্তিস্তরে ফিরে এলে এদের কোন সিরিজ বলা হয়?
ক. বামার সিরিজ
খ. ফুনড সিরিজ
গ. প্যাশ্চেন সিরিজ
ঘ. লাইম্যান সিরিজ
৫৯. হাইড্রোজেন বর্ণালির অতিবেগুনি অংশে দেখা যায় কোন অঞ্চলের রশ্মি?
ক. লাইম্যান খ. ব্রাকেট
গ. ফুনড সিরিজ ঘ. বামার সিরিজ
৬০. জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়?
ক. γ-রশ্মি খ. x-রশ্মি
গ. IR-রশ্মি ঘ. UV-রশ্মি
৬১. জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?
ক. এক্স–রে
খ. আলফা রশ্মি
গ. অতিবেগুনি রশ্মি (UV)
ঘ. অবলোহিত রশ্মি
৬২. আসল নোটে কিসের উপস্থিতি UV রশ্মি অনুপ্রভা সৃষ্টি করে?
ক. কম্পিউটার গ্রাফিকসের প্রয়োগ
খ. জলছাপ
গ. উত্তেজিত পরমাণু
ঘ. তরল যৌগ
৬৩. অনুপ্রভা সৃষ্টি হয় কীভাবে?
ক. দৃশ্যমান আলোর নিঃসরণে
খ. বিভিন্ন মৌলের ক্রিয়ায়
গ. টাকার জালকরণে
ঘ. গ্রাফিকস প্রক্রিয়ায়
৬৪. ফ্লোরোসেন্ট কালির প্রিন্ট থাকে না কোনটিতে?
ক. আসল টাকা
খ. আসল পাসপোর্ট
গ. আসল ভিসা
ঘ. আসল ধাতব মুদ্রায়
৬৫. বাংলাদেশের ১০০০ টাকার নোটের প্রতিপ্রভার বর্ণ কোনটি?
ক. হালকা বেগুনি খ. লালচে বেগুনি
গ. হালকা লালচে ঘ. লালচে হলুদ
৫৮. ইলেকট্রনসমূহ শক্তি বিকিরণ করে ৫ম শক্তিস্তরে ফিরে এলে এদের কোন সিরিজ বলা হয়?
ক. বামার সিরিজ
খ. ফুনড সিরিজ
গ. প্যাশ্চেন সিরিজ
ঘ. লাইম্যান সিরিজ
৫৯. হাইড্রোজেন বর্ণালির অতিবেগুনি অংশে দেখা যায় কোন অঞ্চলের রশ্মি?
ক. লাইম্যান খ. ব্রাকেট
গ. ফুনড সিরিজ ঘ. বামার সিরিজ
৬০. জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়?
ক. γ-রশ্মি খ. x-রশ্মি
গ. IR-রশ্মি ঘ. UV-রশ্মি
৬১. জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?
ক. এক্স–রে
খ. আলফা রশ্মি
গ. অতিবেগুনি রশ্মি (UV)
ঘ. অবলোহিত রশ্মি
৬২. আসল নোটে কিসের উপস্থিতি UV রশ্মি অনুপ্রভা সৃষ্টি করে?
ক. কম্পিউটার গ্রাফিকসের প্রয়োগ
খ. জলছাপ
গ. উত্তেজিত পরমাণু
ঘ. তরল যৌগ
৬৩. অনুপ্রভা সৃষ্টি হয় কীভাবে?
ক. দৃশ্যমান আলোর নিঃসরণে
খ. বিভিন্ন মৌলের ক্রিয়ায়
গ. টাকার জালকরণে
ঘ. গ্রাফিকস প্রক্রিয়ায়
৬৪. ফ্লোরোসেন্ট কালির প্রিন্ট থাকে না কোনটিতে?
ক. আসল টাকা
খ. আসল পাসপোর্ট
গ. আসল ভিসা
ঘ. আসল ধাতব মুদ্রায়
৬৫. বাংলাদেশের ১০০০ টাকার নোটের প্রতিপ্রভার বর্ণ কোনটি?
ক. হালকা বেগুনি খ. লালচে বেগুনি
গ. হালকা লালচে ঘ. লালচে হলুদ
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫৮. খ ৫৯. ক ৬০. ঘ ৬১. গ ৬২. গ ৬৩. ক ৬৪. ঘ ৬৫. ক ৫৮. খ ৫৯. ক ৬০. ঘ ৬১. গ ৬২. গ ৬৩. ক ৬৪. ঘ ৬৫. ক
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা