এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | উপসর্গ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

উপসর্গ

১১. বাংলা উপসর্গ সাধারণ যুক্ত হয়—

ক. বাংলা ধাতুর আগে খ. ক্রিয়ামূলের আগে

গ. সংস্কৃত শব্দের আগে ঘ. বাংলা শব্দের আগে

১২. কয়টি উপসর্গ বাংলা ও তত্সম উভয়েই পাওয়া যায়?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

১৩. সু, আ, বি, নি—এ চারটি উপসর্গ কোন প্রকারের?

ক. বাংলা খ. তত্সম

গ. বাংলা ও বিদেশি ঘ. বাংলা ও তত্সম

১৪. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. বিশেষ খ. অভাব

গ. গতি ঘ. সাধারণ

১৫. ‘নির্জলা’ শব্দটি কী সাধিত শব্দ?

ক. উপসর্গ খ. সমাস

গ. সন্ধি ঘ. প্রত্যয়

১৬. ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?

ক. উত্কৃষ্ট খ. আকৃষ্ট

গ. নিকৃষ্ট ঘ. বিশিষ্ট

১৭. ‘গমন’ অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?

ক. অভিযান খ. অভিভূত

গ. অভিব্যক্তি ঘ. অভিবাদন

১৮. ‘নিম’ কোন ভাষার উপসর্গ?

ক. আরবি খ. হিন্দি

গ. ফারসি ঘ. উর্দু

১৯. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?

ক. বিশেষ খ. মন্দ

গ. না ঘ. অভাব

২০. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি কোন ভাষার?

ক. ফারসি খ. উর্দু

গ. আরবি ঘ. হিন্দি

সঠিক উত্তর

উপসর্গ: ১১.ঘ ১২.খ ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.গ ১৯.ঘ ২০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)