শিল্পের ভৌগলিক কারণ - ভূগোল ২য় পত্র, অধ্যায় ৬ | এইচএসসি পরীক্ষা ২০২৪

পুনবি৴ন্যাসকৃত সিলেবাস অনুসারে

সাদ-মুছা শিল্পপার্কে কাজ করছেন শ্রমিকেরা।ছবি: প্রথম আলো

অধ্যায় ৬

১.         যেকোনো ধরনের শিল্প শহর থেকে দূরে গড়ে ওঠার কারণ কী?

            ক. কাঁচামালের সহজলভ্যতা                খ. স্বল্প মূল্যে জমি প্রাপ্তি

            গ. শ্রমিকের সহজলভ্যতা                    ঘ. পরিবেশ সংরক্ষণ

২.         কোনো স্থানে সিলিকা বালু সহজলভ্য হলে, সেখানে কোন শিল্প বিকাশের সম্ভাবনা বেশি?

            ক. কাঁচ                                          খ. মত্স্য 

            গ. সিমেন্ট                                      ঘ. সিরামিক

৩.        কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম?

            ক. রাশিয়া                                      খ. ভারত 

            গ. চীন                                           ঘ. ব্রাজিল

৪.         কার্পাস বয়নশিল্পে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

            ক. যুক্তরাষ্ট্র                                     খ. জাপান 

            গ. ভারত                                        ঘ. চীন

৫.         যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে?

            ক. কার্পাস বয়ন                               খ. লৌহ ও ইস্পাত

            গ. তৈরি পোশাক                              ঘ. ওষুধ প্রস্তুতি

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও

একজন শিক্ষার্থী উচ্চশিক্ষার্থে জাপান গমন করেন। সেখানে তিনি জাপানি কাপড়ের মান দেখে খুব বিস্মিত হন।

৬.        দেশটির কোন অঞ্চলকে ম্যানচেস্টার বলা হয়?

            ক. টোকিও                                      খ. ইয়োকোহামা 

            গ. কোবে                                        ঘ. ওসাকা

৭.         দেশটির এই অঞ্চলকে ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করার কারণ—

            i. এখানে বড় বড় কাপড়ের কল আছে

            ii. এটি ব্রিটেনের ম্যানচেস্টার অপেক্ষা বড় শহর

            iii. সুলভ পরিবহন ও যোগাযোগব্যবস্থা বিদ্যমান রয়েছে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii 

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

৮.         সারশিল্পের অন্যতম কাঁচামাল কোনটি?

            ক. চিনামাটি                                    খ. চুনাপাথর 

            গ. প্রাকৃতিক গ্যাস                             ঘ. জিপসাম

৯.        বাংলাদেশের সিমেন্টশিল্পের প্রধান

            কাঁচামাল কোনটি?

            ক. বেলেপাথর                                 খ. নুড়ি পাথর 

            গ. চুনাপাথর                                    ঘ. কঠিন শিলা

১০.       বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চিনিশিল্প গড়ে না ওঠার কারণ কী?

            ক. অনুন্নত যোগাযোগব্যবস্থা               খ. শক্তি সম্পদের অভাব

            গ. কাঁচামালের অভাব                        ঘ. সস্তা শ্রমিকের অভাব

১১.       কেন শীতলক্ষ্যা নদীর তীরে সার কারখানা গড়ে উঠেছে—

            i. প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি

            ii. মিঠাপানির সান্নিধ্য

            iii. সুষ্ঠু পরিবহনব্যবস্থা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii 

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

১২.       সার কারখানায় কোন খনিজ ব্যবহার করা হয়?

            ক. খনিজ তেল                                খ. সিলিকা 

            গ. কয়লা                                        ঘ. প্রাকৃতিক গ্যাস

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১. খ ২. ক ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. গ ১০. গ ১১. খ ১২. ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা