এইচএসসি ২০২২ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

১. ব্যক্তি সমাজকর্মের মূল কেন্দ্রবিন্দু কোনটি?

ক. সমস্যা খ. স্থান

গ. ব্যক্তি ঘ. প্রক্রিয়া

২. সমস্যা সমাধান কয়টি স্তরে বিভক্ত?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৩. একটি আদর্শ সংস্কৃতি ধারণ করাকে কী বলা হয়?

ক. উপযোজন

খ. আত্মীকরণ

গ. দলীয় প্রতিযোগিতা

ঘ. ঐকমত্য গঠন

৪. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?

ক. চারটি খ. পাঁচটি

গ. ছয়টি ঘ. সাতটি

৫. সমাজকর্মের মৌলিক পদ্ধতি হলো—

i. ব্যক্তি সমাজকর্ম

ii. দল সমাজকর্ম

iii. সমষ্টি সমাজকর্ম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রধান স্তর হচ্ছে—

i. মনো-সামাজিক তথ্য সংগ্রহ

ii. সমস্যা নির্ণয়

iii. মূল্যায়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. অনুন্নত ও স্থবির সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নের প্রক্রিয়া হলো—

ক. দল সমাজকর্ম খ. সমষ্টি সংগঠন

গ. সমষ্টি উন্নয়ন ঘ. সামাজিক কার্যক্রম

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের দলভিত্তিক ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করছে। দুস্থ অসহায়দের কর্মভিত্তিক দল গঠন করে উত্পাদন খাতে ঋণ প্রদান করা হয়। ব্যক্তির চেয়ে দলীয় দায়িত্ব ও কর্তব্যবোধের প্রতি এতে গুরুত্ব দেওয়া হয়।

৮. অনুচ্ছেদে কোন ধরনের দলের উল্লেখ রয়েছে?

ক. প্রত্যক্ষ দল খ. পরোক্ষ দল

গ. ট্রিটমেন্ট গ্রুপ ঘ. টাস্ক গ্রুপ

৯. নিচের কোনটি দল সমাজকর্মের উপাদান—

ক. দলীয় প্রক্রিয়া

খ. দল সমাজকর্ম প্রক্রিয়া

গ. সামাজিক প্রক্রিয়া ঘ. দলীয় ক্রিয়া-প্রতিক্রিয়া

১০. ‘We Feeling’ কোন দলে থাকে?

ক. প্রাথমিক দলে খ. মাধ্যমিক দলে

গ. অন্তর্দলে ঘ. বহির্দলে

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১.গ ২.ঘ ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.খ ৯.খ ১০.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, মুন্সীগঞ্জ সরকারি কলেজ, মুন্সীগঞ্জ