এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বায়ান্নর দিনগুলো : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

২১. মুজিব অনশন ভাঙেন কেন?

ক. দাবি আদায় হওয়ায়

খ. অসুস্থতার কারণে

গ. বাবার অনুরোধে

ঘ. জেলারের অনুরোধে

২২. শেখ মুজিবের সঙ্গে নিচের কোনটি সম্পৃক্ত?

ক. অনশন ধর্মঘট খ. মিছিল

গ. হরতাল ঘ. ১৪৪ ধারা

২৩. শেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৮২০ খ. ১৯১৮

গ. ১৯২০ ঘ. ১৯২১

২৪. শেখ মুজিবুর রহমান কত সালে সপরিবার নিহত হন?

ক. ১৯৭১ খ. ১৯৭২

গ. ১৯৭৩ ঘ. ১৯৭৫

উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

‘রাষ্ট্রভাষা বাংলা চাই’/রাজবন্দীর মুক্তি চাই’

২৫. উদ্দীপকের প্রথম চরণ ‘বায়ান্নর দিনগুলো’ রচনার—কোন সালটিকে নির্দেশ করে?

ক. ১৯৪৭ খ. ১৯৪৮

গ. ১৯৫১ ঘ. ১৯৫২

২৬. উদ্দীপকের দ্বিতীয় চরণ অনুযায়ী ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় ফুটে উঠেছে—

ক. ক্ষোভ খ. ঘৃণা

গ. অনুরাগ ঘ. প্রতিবাদ

২৭. শেখ মুজিবুর রহমান ও তাঁর সহকর্মী রাত কয়টার সময় স্টেশনে এসেছিলেন?

ক. ৯টা খ. ১০টা

গ. ১১টা ঘ. ১২টা

২৮. অনশন ধর্মঘটের কত দিন পর শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন অসুস্থ হয়ে পড়েছিলেন?

ক. ২ দিন খ. ৩ দিন

গ. ৪ দিন ঘ. ৫ দিন

২৯. অনশনের সময় শেখ মুজিবুর রহমান কয়টা চিঠি লিখেছিলেন?

ক. ২টা খ. ৩টা

গ. ৪টা ঘ. ৫টা

৩০. ২১ ফেব্রুয়ারি কোথায় ভীষণ গোলমাল হয়েছিল?

ক. ঢাকায় খ. চট্টগ্রামে

গ. খুলনায় ঘ. রাজশাহীতে

সঠিক উত্তর

বায়ান্নর দিনগুলো: ২১.ক ২২.ক ২৩.গ ২৪.ঘ ২৫.ঘ ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.গ ৩০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)