বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

১৬. প্রশ্ন: বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র–ছাত্রীর অনুপাত কত?

উত্তর: সমাজের প্রকৃত উন্নয়নের জন্য শিক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ থাকা প্রয়োজন। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তবুও অনেক শিক্ষার্থী দারিদ্র্যের কারণে প্রাথমিক শিক্ষা সফলভাবে সম্পন্ন করতে পারছে না। আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে ছাত্র–ছাত্রীদের অনুপাত ৮১: ৮৪।

১৭. প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কী?

উত্তর: বিশ্বজুড়ে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য হলো:

ক. আন্তর্জাতিক নারী দিবস প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল পুরুষের পাশাপাশি নারীদের সমান মজুরি নির্ধারণ।

খ. দৈনিক আট ঘণ্টা শ্রমের দাবি।

গ. কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশুশ্রম বন্ধ করা।

ঘ. নারীর ভোটাধিকার প্রণয়ন করা।

ঙ. নারীর অধিকার নিশ্চিত করাসহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক নারী দিবস পালন করা।

১৯১৩ সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রোববার নারী দিবস হিসেবে পালন করে। পরে ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা