হলিক্রস, ঢাকা কমার্স কলেজ ও মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজে ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তি

হলিক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি

হলিক্রস কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান বিভাগ (অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে) জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষা বিভাগ– ৪.০০ থেকে ৫.০০ এবং মানবিক বিভাগ– ৩.০০ থেকে ৫.০০। 

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ ও তদুর্ধ্ব জিপিএ প্রাপ্তরাও মানবিকে আবেদন করতে পারবে। বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদুর্ধ্ব জিপিএ প্রাপ্তরাও ব্যবসায় শিক্ষায় আবেদন করতে পারবে। 

অনলাইনে ভতি৴র আবেদন গ্রহণ: ৮ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা থেকে ১২ ডিসেম্বর ২০২২ রাত ১২.০০ টা পর্যন্ত। 

আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ– ৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগ– ২৮০ ও মানবিক বিভাগ– ২৭০।

সিলেকশন টেস্টের তারিখ: বিজ্ঞান বিভাগ ১৮ ডিসেম্বর ২০২২, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ১৯ ডিেসম্বর ২০২২। 

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: hcc.edu.bd

হলিক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি.pdf

ঢাকা কমার্স কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি 

ঢাকা কমার্স কলেজ ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

যোগ্যতা (জিপিএ): ব্যবসায় শিক্ষায় ৩.৫ ও বিজ্ঞানে ৪.৫।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: dcc.edu.bd

ঢাকা কমার্স কলেজ একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি.pdf

মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি 

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

যোগ্যতা:

  • বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন—বালিকা শাখা ৪.৭৪ (বাংলা), ৪.৫০ ( ইংরেজি); বালক শাখা ৪.৫০।

  • ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন—বালিকা শাখা ৩.০০, বালক শাখা ৩.০০।

  • মানবিক বিভাগ: বাংলা মাধ্যম, বালিকা শাখা ২.৭৫।

    বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: mpsc.edu.bd

মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি.pdf
আরও পড়ুন
আরও পড়ুন