দশম শ্রেণি - হিসাববিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৩১. স্বত্বাধিকার বলতে কী বোঝায়?

ক. সম্পত্তি ওপর দেনাদারের অধিকার

খ. সম্পত্তির ওপর পাওনাদারের অধিকার

গ. সম্পত্তির ওপর পাওনাদারের ও মালিকের অধিকার

ঘ. সম্পত্তির ওপর মালিকের অধিকার

৩২. সম্পদের সাথে দায়ের সম্পর্ক কীরূপ?

ক. পরিপূরক খ. সমধর্মী

গ. বিপরীত ঘ. সম্পূরক

৩৩. মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ ৫,০০০ টাকা। এর ফলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?

ক. L বৃদ্ধি ও E হ্রাস

খ. L হ্রাস ও A হ্রাস

গ. L হ্রাস ও E বৃদ্ধি

ঘ. L বৃদ্ধি ও A বৃদ্ধি

৩৪. হিসাব রাখা হয় না—

i. পণ্যের নামে ii. মালের নামে

iii. চেকের নাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. একই শ্রেণিভুক্ত হিসাব হলো—

i. বেতন হিসাব

ii. বিক্রয় হিসাব

iii. বিজ্ঞাপন হিসাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব—

i. ৫টি ii. ৪টি

iii. ৩টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে টাকা উত্তোলন করলে হিসাব সমীকরণের প্রয়োজন হয়—

i. A উপাদানের ii. E উপাদানের

iii. A, E ও L উপাদানের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. কোন মালিকানাস্বত্বের পরিমাণ বৃদ্ধি পাবে?

i. পণ্য বিক্রয় ১০,০০০ টাকা

ii. ৮০,০০০ টাকার আসবাবপত্র ক্রয়

iii. ব্যাংক হতে মালিকের জন্য ৫০,০০০ টাকা উত্তোলন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. হিসাব সমীকরণ অনুযায়ী মালিকের মূলধন বৃদ্ধি পায় ব্যবসায়ের—

i. সম্পত্তি বাড়লে

ii. দায় কমলে

iii. আয় বাড়লে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. কমিশন পাওয়া গেল ১,০০০ টাকা। এখানে হিসাব সমীকরণের প্রভাবিত উপাদান—

i. A ii. E iii. L

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.ঘ ৩২.গ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ক

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা