এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
১০১. বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. নগদ বিক্রয়
খ. ধারে বিক্রয়
গ. নগদ ও ধারে বিক্রয়
ঘ. সম্পত্তি বিক্রয়
১০২. বিক্রয় জাবেদায় উল্লেখ থাকে—
i. শর্ত
ii. চালান নম্বর
iii. সূত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৩. নিচের কোনটির মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. নগদান বহি ঘ. রেওয়ামিল
১০৪. হিসাবের গাণিতিক ভুল সহজে ধরা পড়ে নিচের কোনটিতে?
ক. রেওয়ামিলে খ. জাবেদায়
গ. খতিয়ানে ঘ. আর্থিক বিবরণীতে
১০৫. প্রকৃতপক্ষে রেওয়ামিল কী?
ক. একটি পরিপূর্ণ হিসাব
খ. একটি তালিকা
গ. আর্থিক বিবরণীর প্রথম স্তর ও লেনদেনের ব্যখ্যা
ঘ. লেনদেনের ব্যাখ্যা
১০৬. কোনটি প্রস্তুত করা জরুরি নয়?
ক. খতিয়ান খ. উদ্বৃত্তপত্র
গ. আর্থিক বিবরণী ঘ. রেওয়ামিল
১০৭. খতিয়ান উদ্বৃত্তের ভুল ধরা যায়—
ক. বিশদ আয় বিবরণীতে
খ. আর্থিক অবস্থার বিবরণীতে
গ. আর্থিক বিবরণীতে
ঘ. রেওয়ামিলে
১০৮. পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়ামিলে লেখা হয়—
ক. ডেবিট কলামে
খ. ক্রেডিট কলামে
গ. অনিশ্চিত হিসাবে
ঘ. কোনো কলামেই নয়
১০৯. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে—
i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত
ii. প্রারম্ভিক মজুত পণ্য
iii. সমাপনী হাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১০. রেওয়ামিলের ডেবিট পাশে লিখতে হবে—
i. ট্রেডমার্ক
ii. সমাপনী হাতে নগদ
iii. প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১০১.খ ১০২.ঘ ১০৩.ঘ ১০৪.ক ১০৫.গ ১০৬.ঘ ১০৭.গ ১০৮.ক ১০৯.গ ১১০.ক
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা