আজ বিশ্ব সমুদ্র দিবস

প্রিয় শিক্ষার্থী, আজ ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস। চলো আজ জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

∎ পৃথিবীর জলরাশির শতকরা ৯৭% পানি রয়েছে সমুদ্রে (মহাসাগর, সাগর ও উপসাগর)।

∎ মাত্র ৩% পানি রয়েছে নদী, হিমবাহ, ভূগর্ভ, হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল ও জীবমণ্ডলে

∎ পানিকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন লবণাক্ত পানি ও মিঠা পানি।

∎ পৃথিবীর সব মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবণাক্ত। অন্যদিকে নদী, হ্রদ ও ভূগর্ভস্থ পানি মিঠা পানির উৎস।

∎ বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে।

∎ পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে, এগুলো হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এর মধ্যে প্রশান্ত মহাসাগর বৃহত্তম ও গভীর।

আরও পড়ুন

∎ মহাসাগর অপেক্ষা কম আয়তনবিশিষ্ট জলরাশিকে সাগর বলে। যথা ভূমধ্যসাগর, লোহিত সাগর, ক্যারিবিয়ান সাগর, জাপান সাগর ইত্যাদি।

∎ তিন দিকে স্থলভাগ এবং একদিকে জলরাশি দ্বারা পরিবেষ্টিত বিস্তীর্ণ জলভাগকে উপসাগর বলে। যথা বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, মেক্সিকো উপসাগর ইত্যাদি।

∎ চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে হ্রদ বলে। যথা রাশিয়ার বৈকাল হ্রদ, আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত সুপিরিয়র হ্রদ, আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ ইত্যাদি।

∎ শব্দতরঙ্গের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। ফ্যাদোমিটার যন্ত্রটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়।

∎ মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার। এটি ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে।

∎ ইউরোপের উত্তর–পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত।

∎ প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের ৩২২ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থিত ম্যারিয়ানা সমুদ্র খাত সবচেয়ে গভীর। এর গভীরতা ১০ হাজার ৮৭০ মিটার।

আরও পড়ুন
আরও পড়ুন