আজ বিশ্ব পরিবেশ দিবস

প্রিয় শিক্ষার্থী, আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর এই দিনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটিকে পালন করা হয়। চলো আজ জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

∎ পরিবেশ রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। পরিবেশ সুরক্ষার জন্য একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা অপরিহার্য।

∎ বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মোট ভূমির—১৪.১% উন্নীত হয়েছে (মাঠ জরিপ ২০১৮ সাল)।

∎ ২০১৪ সালে বাংলাদেশে বনভূমির পরিমাণ ছিল—১২.৮% (জাতিসংঘ প্রতিবেদন) ।

∎ বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে বনভূমির পরিমাণ ১৬% করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

∎ বাংলাদেশের ৬৪% বনের আশপাশের জনগোষ্ঠী বনজ সম্পদের ওপর নির্ভরশীল।

∎ বাংলাদেশে বনজ সম্পদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে—১০ কোটি ৮০ লাখ মানুষ।

∎ দেশে বনজ সম্পদ থেকে সংগ্রহ করা হয়েছে (২০১৭–১৮ অর্থবছরে)—৮৫৪ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদ।

∎ বিশ্বের বনজ সম্পদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে—২৬০ কোটি মানুষ।

∎ বর্তমানে বনভূমিতে আবৃত বিশ্বের—৩১% এলাকা। যার আয়তন প্রায় ৪০৬ কোটি হেক্টর।

∎ তিন দশকে (১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত) বিশ্বে প্রায় ৪২ কোটি হেক্টর বন উজাড় হয়েছে।

∎ সারা বিশ্বে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতিবছর এক কোটি হেক্টর বনভূমি উজাড় হয়েছে।

∎ বিশ্বে এখন পর্যন্ত নতুন করে বন সৃজন করা হয়েছে—২৯ কোটি ৪০ লাখ হেক্টর। যা বিশ্বের মোট বনের ৭%।

∎ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিশ্বের সব দেশকে বনভূমির লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে—৩০%।

আরও পড়ুন
আরও পড়ুন