এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৫১. ধর্ম মূলত একটি কী?

ক. বিশ্বাস খ. আইন

গ. প্রথা ঘ. দিকনির্দেশনা

৫২. ‘X’ অতি প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান। ‘X’ নিচের কোনটিকে সমর্থন করে?

ক. ব্যক্তি খ. পরিবার

গ. সমাজ ঘ. ধর্ম

৫৩. ধর্ম মানুষের কোনটি জাগিয়ে তুলতে সাহায্য করে?

ক. মূল্যবোধ খ. অহংবোধ

গ. চেতনাবোধ ঘ. নৈতিকতাবোধ

৫৪. মৌল ও সার্বজনীন সামাজিক প্রতিষ্ঠান হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

ক. মাদ্রাসা খ. মসজিদ

গ. ধর্ম ঘ. মক্তব

উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব রহিম মিয়া কতগুলো নিয়মকানুন, আচার–অনুষ্ঠান ও বিশ্বাস অনুশীলন করছেন, যা তাঁকে সুন্দর, পবিত্র ও কল্যাণের পথ দেখায়।

৫৫. উদ্দীপকে কোন সামাজিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে?

ক. পরিবার খ. বিবাহ

গ. ধর্ম ঘ. রীতিনীতি

আরও পড়ুন

৫৬. উদ্দীপকের সামাজিক প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য হচ্ছে—

i. ঈশ্বরীয় শক্তিতে বিশ্বাস

ii. বিশ্বাস অনুযায়ী আচার–অনুষ্ঠান

iii. টোটেনিজমে বিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৭. সামাজিক সমস্যা সমাধানে কোনটির ভূমিকা সর্বাধিক?

ক. প্রতিষ্ঠান খ. গোষ্ঠী

গ. ধর্ম ঘ. সম্প্রদায়

৫৮. ধর্মীয় মূল্যবোধ গঠনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে?

ক. শিক্ষক খ. জননেতা

গ. সমাজকর্মী ঘ. আইনজীবী

৫৯. গণমাধ্যম হিসেবে রেডিওর স্থান দখল করে নিয়েছে কোনটি?

ক. টেলিভিশন খ. পত্রিকা

গ. কম্পিউটার ঘ. মোবাইল

৬০. আধুনিক ICT ভিত্তিক অবাধ তথ্যপ্রবাহ কাকে আমূল বদলে দিয়েছে?

ক. ব্যক্তিকে খ. পরিবারকে

গ. সমাজকে ঘ. রাষ্ট্রকে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.ক ৫২.ঘ ৫৩.ঘ ৫৪.গ ৫৫.গ ৫৬.ক ৫৭.গ ৫৮.গ ৫৯.ক ৬০.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা

আরও পড়ুন