এইচএসসি ২০২২ - রসায়ন ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
১. S - ব্লক মৌলের সংখ্যা কতটি?
ক. ২৪টি খ. ১৪টি
গ. ২৬টি ঘ. ৩৬টি
২. নিচের কোনটি S - ব্লক মৌল?
ক. Al খ. Si
গ. Ni ঘ. Ca
৩. কোনটি মৃৎক্ষার ধাতু?
ক. Sr খ. Cs
গ. Sc ঘ. Si
৪. একটি লবণ শিখা পরীক্ষায় ইটের মতো লাল শিখা প্রদর্শন করে। ধাতব মৌলটি কী হতে পারে?
ক. Na খ. Ca
গ. Ba ঘ. Cu
৫. S-ব্লক মৌলের কোন যৌগটি রঙিন?
ক. KCI খ. KMnO₄
গ. Na₂CO₃ ঘ. KNO₃
৬. নিচের কোনটি সুপার অক্সাইড?
ক. KO₂ খ. Pb₃O₄
গ. NO₂ ঘ. NO₂O₂
৭. পর্যায় সারণির কোন শ্রেণির মৌলকে চ্যালকোজেন বলা হয়?
ক. 13 খ. 14
গ. 15 ঘ. 16
৮. কোন S - ব্লক মৌলটি অধাতু?
ক. সালফার
খ. কার্বন
গ. সোডিয়াম
ঘ. হাইড্রোজেন
৯. পর্যায় সারণির P-ব্লক মৌলের সংখ্যা কয়টি?
ক. 14 খ. 24
গ. 30 ঘ. 36
১০. দৈত্যকার অণু কোনটি?
ক. CO₂ খ. SiO₂
গ. SO₂ ঘ. NO₂
১১. নিচের কোনটি উভধর্মী অক্সাইড?
ক. Na₂O খ. Al₂O₃
গ. CaO ঘ. K₂O
১২. প্রথম P-ব্লক মৌল কোনটি?
ক. B খ. C
গ. S ঘ. N
১৩. কোনটির ইলেকট্রন বিন্যাস Al+3 আয়তনের ন্যায়?
ক. O- খ. F-
গ. Cr+3 ঘ. Mg+
১৪. নিচের কোন নিষ্ক্রিয় মৌলটি P-ব্লক মৌল নয়?
ক. He খ. Ne
গ. Ar ঘ. Kr
১৫. নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে?
ক. Sc⁺ ³ খ. Ca⁺²
গ. Zn⁺² ঘ. Fe⁺²
১৬. পর্যায় সারণীতে d ব্লক মৌলের সংখ্যা কতটি?
ক. 28 খ. 36
গ. 41 ঘ. 44
১৭. একটি মৌলের সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস (n-1)d10.ns2, যেখানে n এর মান সর্বনিম্ন—
i. মৌলটি অবস্থান্তর
ii. এটি ডায়াম্যাগনেটিক
iii. এর যৌগসমূহ বর্ণহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. 29X মৌলটি—
i. রঙিন যৌগ গঠন করে
ii. জটিল যৌগ গঠন করে
iii. একাধিক জারণ সংখ্যা প্রদর্শন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. অষ্টক অসম্পূর্ণ যৌগগুলো হলো—
i. NH₃
ii. BF₃
iii. AlCI₃
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. f ব্লক মৌলের সংখ্যা কয়টি?
ক. 41 খ. 36
গ. 27 ঘ. 14
২১. f উপশক্তি স্তরে কয়টি অরবিটাল থাকে?
ক. 1 খ. 3
গ. 5 ঘ. 7
২২. নিচের কোন অক্সাইডটি তীব্র ক্ষারধর্মী?
ক. Hg O খ. SiO₂
গ. Al₂O₃ ঘ. Na₂O
২৩. কোন অক্সাইডটি অম্লধর্মী?
ক. MgO খ. Al₂O₃
গ. CO₂ ঘ. Na₂O
২৪. নিচের কোন অক্সাইডটি অধিক অম্লধর্মী?
ক. SiO₂ খ. P₂O₅
গ. SO₃ ঘ. Cl₂O₇
২৫. কোন S ব্লক মৌলটি গ্রীষ্মকালে তরল?
ক. Na₃hi খ. K₃Na
গ. Ca₃Mg ঘ. Rb₃Cs
২৬. কোনটির আয়নীকরণ শক্তি বেশি?
ক. P খ. N₂
গ. O₂ ঘ. C
২৭. নিচের কোন আয়নটির আকার ছোট?
ক. Na⁺ খ. Mg⁺²
গ. Be⁺² ঘ. Ca⁺²
২৮. নিচের কোন গ্রুপের মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি?
ক. Gr-2 খ. Gr-1
গ. Gr-3 ঘ. Gv-18
২৯. কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন?
ক. Na খ. Mg
গ. Cs ঘ. Ca
৩০. কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন?
ক. F খ. O
গ. Ca ঘ. Si
৩১. ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি?
ক. I>Br>Ci> F
খ. Ci>I>Br>I
গ. F>Cl>Br>I
ঘ. Br>I>U>F
৩২. নিচের কোন মৌলের ২য় আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ?
ক. Nc খ. Na
গ. N₂ ঘ. O₂
৩৩. পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত?
ক. 2.5 খ. 3.0
গ. 3.5 ঘ. 4.0
৩৪. NH3 অণুতে কেন্দ্রীয় পরমাণু N এর সংকর অবস্থা কোনটি?
ক. sp খ. sp2
গ. sp3 ঘ. sp3d
৩৩. পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত?
ক. 2.5 খ. 3.0
গ. 3.5 ঘ. 4.0
৩৪. NH3 অণুতে কেন্দ্রীয় পরমাণু N এর সংকর অবস্থা কোনটি?
ক. sp খ. sp²
গ. sp³ ঘ. sp³d
৩৬. PCI5 এ কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান?
ক. sp খ. sp²
গ. sp³ ঘ. v³d
৩৭. CO2 অণুর বন্ধন কোণ কোনটি?
ক. ১২০০ খ. ১৪০০
গ. ১৩০০ ঘ. ১৮০০
৩৭. CO2 অণুর বন্ধন কোণ কোনটি?
ক. ১২০০ খ. ১৪০০
গ. ১৩০০ ঘ. ১৮০০
৩৯. H₂O অণুর মধ্যে কী কী ধরনের বন্ধন বিদ্যমান?
ক. সমযোজী ও আয়নিক
খ. সমযোজী ও সন্নিবেশ
গ. সন্নিবেশ ও ধাতব
ঘ. সমযোজী ও হাইড্রোজেন
৪০. নিচের কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ?
ক. HCI খ. NH₃
গ. H₂O ঘ. H₂S
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.খ ২.ঘ ৩.ক ৪.খ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.খ ১১.খ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.গ ২১.ঘ ২২.ঘ ২৩.গ ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ক ৩১.খ ৩২.খ ৩৩.গ ৩৪.গ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ক
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা