প্রবাসীদের জন্য এসএসসি ও এইচএসসি প্রোগ্রাম

বাউবির এসএসসি ও এইচএসসি প্রোগ্রাম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সৌদি আরব, কাতার এবং কুয়েতে কর্মরত/বসবাসরত বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করেছে। আগ্রহীদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।

ভর্তির শাখা: মানবিক ও ব্যবসায় শিক্ষা।

ভর্তির যোগ্যতা

এসএসসি: জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এইচএসসি: এসএসসি/দাখিল/ও-লেভেল বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তি ফি: এসএসসি ১ম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীকে ১৪০ মার্কিন ডলার এবং এইচএসসি ১ম বর্ষের জন্য শিক্ষার্থীকে ১৫৫ মার্কিন ডলার (৪র্থ বিষয়সহ ১৮০ মার্কিন ডলার) জমা দিতে হবে। দ্বিতীয় বর্ষে ভর্তির সময় দ্বিতীয় বর্ষের নির্ধারিত ফি জমা দিতে হবে।

ভর্তি প্রক্রিয়ার তারিখ

অনলাইনে প্রাথমিক আবেদন: ১৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।

ভর্তির জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩ তারিখ।

রেজিস্ট্রেশনের মেয়াদ: এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৫ বছর। অর্থাৎ দুই বছরের আগে কোনো শিক্ষার্থী এটি সম্পন্ন করতে পারবেন না। পাঁচটি চূড়ান্ত পরীক্ষার পর কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

প্রয়োজনীয় কাগজপত্র: এক কপি ছবি, জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাসের সনদপত্র ও নম্বরপত্রের অনুলিপি, পাসপোর্টের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (যদি থাকে)।

যোগাযোগ

১. বাংলাদেশ দূতাবাস: সৌদি আরব/কাতার/কুয়েত

২. ডিন, ওপেন স্কুল, বাউবি: [email protected]

৩. ইন্টারন্যাশন্যাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি: [email protected]

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: iapw.bou.ac.bd

SSC & HSC (Niche-2) Admission notice, 2023-2024 session.pdf
আরও পড়ুন