এইচএসসি ২০২৩ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১০১. ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক কীরূপ?

ক. নিম্নমুখী খ. সমানুপাতিক

গ. ধনাত্মক ঘ. ঋণাত্মক

১০২. কেবল একটি সম্পদে বিনিয়োগ করলে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

ক. ব্যবসায়িক ঝুঁকি

খ. পোর্টফোলিও ঝুঁকি

গ. একক ঝুঁকি

ঘ. আর্থিক ঝুঁকি

১০৩. ব্যবসায়ে পর্যাপ্ত পরিমাণ অর্থ হাতে রাখার কারণ কী?

ক. তারল্য সংকট মোকাবিলা করা

খ. ভবিষ্যৎ ক্রয়কার্য সম্পাদন করা

গ. অতিরিক্ত বিনিয়োগ করা

ঘ. ব্যবসায়ের সচ্ছলতা প্রকাশ করা

১০৪. একটি বিনিয়োগ প্রকল্পে ক্ষতি হলে অন্য প্রকল্পের মুনাফা দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। এটি অর্থায়নের কোন নীতির আওতাভুক্ত?

ক. তারল্য নীতি

খ. মুনাফার নীতি

গ. বৈচিত্র্যায়নের নীতি

ঘ. ঝুঁকির নীতি

১০৫. একটি ফার্মের মূল লক্ষ্য কী?

ক. মুনাফা সর্বাধিকরণ

খ. সম্পদ সর্বাধিকরণ

গ. বিক্রয় সর্বাধিকরণ

ঘ. ক্রয় সর্বাধিকরণ

১০৬. ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ?

ক. বিপরীত খ. সরলরৈখিক

গ. সমানুপাতিক ঘ. আনুপাতিক

১০৭. নিচের কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম?

ক. ক্রেডিট কার্ড খ. এটিএম কার্ড

গ. চেক বই ঘ. অর্থ

১০৮. ঝুঁকি ও আয়ের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?

ক. ঋণাত্মক খ. ধনাত্মক

গ. নিরপেক্ষ ঘ. পক্ষপাতিত্ব

১০৯. অর্থায়নের প্রধান কাজ কোনটি?

ক. সহজ সুদে ঋণ দান

খ. তহবিল সংগ্রহ

গ. উৎস চিহ্নিতকরণ

ঘ. মুনাফা অর্জন

১১০. অর্থায়নের সঙ্গে অর্থনীতির কোন শাখার সম্পর্ক আছে?

ক. ব্যষ্টিক খ. সামষ্টিক

গ. সামগ্রিক ঘ. সামাজিক

সঠিক উত্তর

অধ্যায় ১: ১০১.গ ১০২.গ ১০৩.ক ১০৪.গ ১০৫.খ ১০৬.খ ১০৭.ঘ ১০৮.খ ১০৯.খ ১১০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা