এসএসসি ২০২৩ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা |অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. তামিমের বাবা তামিমকে বললেন, ‘তুমি যদি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ করো, তাহলে তুমি দেশপ্রেমী হবে।’ তামিম তার বাবার কাছ থেকে কোন বিষয়ে জানতে পারল?

ক. ইতিহাসের উপাদান

খ. মুক্তিযুদ্ধের ইতিহাস

গ. স্বাধীনতাযুদ্ধের ইতিহাস

ঘ. ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা

৩২. দেশপ্রেম গড়ে ওঠে কীভাবে?

ক. জাতীয়তাবোধের মাধ্যমে

খ. সামাজিক মর্যাদার মাধ্যমে

গ. জাতীয় সম্পত্তির মাধ্যমে

ঘ. সামাজিক ভূসম্পত্তির মাধ্যমে

৩৩. মানুষ কীভাবে নিজ দেশ সম্পর্কে মঙ্গল–অমঙ্গলের পূর্বাভাস পেতে পারে?

ক. অর্থনীতি পাঠ করে

খ. সমাজবিজ্ঞান পাঠ করে

গ. নীতিবিদ্যা পাঠ করে

ঘ. ইতিহাস পাঠ করে

৩৪. কোনো দেশের জাতীয়তাবোধ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে—

i. ইতিহাস

ii. ঐতিহ্য

iii. সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি—

i. দেশের স্বার্থে

ii. জাতির স্বার্থে

iii. ব্যক্তির স্বার্থে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. ফা–হিয়েন ও ইৎসিং কোন দেশীয় পরিব্রাজক?

ক. চীন খ. জাপান

গ. কোরিয়া ঘ. ফ্রান্স

৩৭. ইতিহাসের কালবিভাজনে কোনো সন–তারিখ ব্যবহার করা কঠিন কেন?

ক. ইতিহাস নিরন্তর প্রবহমান বলে

খ. ইতিহাস নিরপেক্ষ বলে

গ. ইতিহাস অতীতমুখী বলে

ঘ. ইতিহাস সত্যনির্ভর বলে

৩৮. ইতিহাস রচনার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় কোনটি?

ক. কল্পকাহিনি খ. জীবনী

গ. জনশ্রুতি ঘ. শিলালিপি

৩৯. ইতিহাসের উপাদান কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৬টি ঘ. ৭টি

৪০. আধুনিক ইতিহাসের জনক কে?

ক. লিওপোল্ড ফন র৵াংকে

খ. ড. জনসন

গ. ই এইচ কার

ঘ. হেরোডোটাস

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ঘ ৩২.ক ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.ক ৪০.ঘ

কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক , উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা