এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৪
১১. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
ক. ওজোনস্ফিয়ার
খ. মোসোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার
১২. ওজোনোস্ফিয়ারের বৈশিষ্ট্য—
i. অতিবেগুনি রশ্মি শোষণ করে
ii. বায়ুপ্রবাহ অতীব ক্ষীণ
iii. ঝড়ঝঞ্ছা ও বৃষ্টিপাত নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩. কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি?
ক. নিয়ন খ. কার্বন
গ. জেনন ঘ. আর্গন
১৪. জলাভূমিতে কোন দূষক পদার্থটি সৃষ্টি হয়?
ক. ক্রিপ্টন খ. জেনন
গ. আর্গন ঘ. মিথেন
১৫. এয়ারকন্ডিশনারে ব্যবহৃত গ্যাস কোনটি?
ক. কার্বন ডাই–অক্সাইড
খ. কার্বন মনোক্সাইড
গ. সালফার ডাই–অক্সাইড
ঘ. ক্লোরোফ্লুরো কার্বন
১৬. বায়ুদূষণের কারণ হলো—
i. গাছপালা আগুনে পোড়ানো
ii. তেজস্ক্রিয় পদার্থ নির্গমন
iii. প্রাকৃতিক গ্যাস উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়?
ক. অক্সিজেন খ. নাইট্রাস অক্সাইড
গ. মিথেন ঘ. কার্বন মনোক্সাইড
১৮. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
ক. ট্রপোস্ফিয়ার
খ. ওজোনোস্ফিয়ার
গ. স্ট্রাটোস্ফিয়ার
ঘ. আয়নোস্ফিয়ার
১৯. বায়ুদূষণ প্রতিরোধে কার্যকর হলো—
i. বনায়ন কার্যক্রম জোরদার করা
ii. জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা
iii. যানবাহনের দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. শরীরে অক্সিজেন পরিবহনে বিঘ্ন ঘটায় কোন গ্যাস?
ক. কার্বন ডাই–অক্সাইড
খ. মিথেন
গ. সালফার অক্সাইড
ঘ. কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১১.গ ১২.গ ১৩.খ ১৪. ঘ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা