বাংলা - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

প্রশ্ন: বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক—এ চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো।

নমুনা উত্তর: সোহেল একবার তার নানাবাড়ি সেনবাগের চারিদ্রোন গ্রামে বেড়াতে গিয়েছিল। একদিন শেষরাতে হঠাৎ লোকজনের চেঁচামেচিতে তার ঘুম ভেঙে গেল। কী হলো আবার! সোহেল ঘুমের ঘোরে চেঁচিয়ে বলল, ‘কী হয়েছে?’ তার ছোট মামা খবরটি তাকে প্রথম জানাল। গ্রামে এক চোর ধরা পড়েছে। সোহেল বায়না ধরল যে সে চোর দেখবে। চোরকে তার নানাদের কাছারিঘরে রাখা হয়েছিল।

আরও পড়ুন

সোহেলকে সেখানে নিয়ে যাওয়া হলো। প্রথম দেখাতেই সে বলে উঠল, ‘ওমা! চোর কোথায়? এটা তো মানুষ।’ সোহেলের কথায় এতক্ষণ মাথা নিচু করে থাকা চোর একটু মাথা তুলে বলল, “হ্যাঁ খোকা! আমি মানুষই ছিলাম। কাজের অভাব আর অনেক ঋণের কারণে আজ আমি চোর।’ এ কথা শুনে গ্রামের সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তারা তার জন্য কিছু চাইল। পরে সবাই চাঁদা তুলে চোরটিকে বেশ কিছু টাকা দিয়ে বিদায় করল।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন