Read The Story (পর্ব-১৯) : Four Friends | ইংরেজি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

[প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রয়োজনের কথা ভেবে ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ের Four Friends লেসনটি ধারাবাহিকভাবে দেওয়া হলো। এ লেসনটি মনোযোগ দিয়ে পড়বে]

Four Friends

‘One…two…three!’ And all four of them let go. The sky lantern rose up into the sky, spreading a beautiful light. Sadib, Nandini, Anti and Michael clapped their hands and jumped together happily. ‘Ours is the biggest! And the prettiest! And ours is going the highest!’ Everyone around them laughed and nodded their heads. They all gazed at their sky lantern as it went higher and higher and looked smaller and smaller. Soon, it looked just like a star.

আরও পড়ুন

‘এক...দুই...তিন!’ আর চারজনই ছেড়ে দিল। আকাশ লন্ঠন চমৎকার আলো ছড়িয়ে উঠে গেল আকাশে। সাদিব, নন্দিনী, অন্তি এবং মাইকেল আনন্দে হাততালি দিয়ে একসঙ্গে লাফিয়ে উঠল। ‘আমাদেরটি সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর এবং আমাদেরটি সবচেয়ে উঁচুতে যাচ্ছে! চারপাশের সবাই হেসে মাথা নাড়ল। তারা সবাই তাদের আকাশ লন্ঠনের দিকে তাকিয়ে রইল। এটি যতই ওপরে উঠতে থাকে, ততই ছোট দেখায়। শিগগিরই, এটি একটি তারার মতো দেখায়।

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন