ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৫৬. মূলধন বাজেটিং সিদ্ধান্ত বিবেচনা করা হয়—

i. অর্থের সময় মূল্য

ii. ঝুঁকির মাত্রা

iii. লভ্যাংশ নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৭. মূলধন কাঠামো সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হয়–

i. নিজস্ব মূলধনের পরিমাণে

ii. ঋণকৃত মূলধনের পরিমাণে

iii. মূলধন ব্যয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৮. তারল্য ও মুনাফার মধ্যে সমন্নয়ের ক্ষেত্রে সহায়ক হিসেবে বিবেচিত হয়ে থাকে—

i. উপযুক্ততার নীতি

ii. ধারে বিক্রয় নীতি

iii. আদায় নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. সম্পদ সর্বাধিকরণ নীতির সহায়ক নীতি—

i. নিট নগদ প্রবাহ নীতি

ii. সুযোগ ব্যয় নীতি

iii. অর্থের সময় মূল্য নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

৬০. চলতি সম্পদে বিনিয়োগ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে—

i. অসচ্ছলতাজনিত বা দেউলিয়াত্বের ঝুঁকি হ্রাস পায়

ii. মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়

iii. তারল্য হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬১. চলতি সম্পদে বিনিয়োগ অপর্যাপ্ত হলে —

i. দেউলিয়াত্ব ঝুঁকি বৃদ্ধি পায়

ii. তারল্য বৃদ্ধি পায়

iii. উৎপাদন বিঘ্নিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫৬.ক ৫৭.ঘ ৫৮.ঘ ৫৯.ঘ ৬০.ক ৬১.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

আরও পড়ুন