বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৮১. Movie অপশনটি কোন মেনুতে পাওয়া যায়?

ক. Review খ. Insert

গ. view ঘ. Slide layout

৮২. স্লাইডে কোনো ভিডিও যুক্ত করতে চাইলে কোন কমান্ডে click করতে হবে?

ক. Automatically

খ. Transition sound

গ. Movie from file

ঘ. Animations

৮৩. কি-বোর্ডের কোন বোতামে চাপ দিলে স্লাইড প্রদর্শিত হবে?

ক. F4 খ. F5

গ. F6 ঘ. F12

৮৪. স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?

ক. থাম্বনেইল খ. আইকন

গ. বোতাম ঘ. টেক্সট

৮৫. অ্যাডোবি ফটোশপ কী?

ক. ছবি সম্পাদনার প্রোগ্রাম

খ. ক্যামেরা

গ. স্ক্যানার

ঘ. ডেটাবেজ সফটওয়্যার

আরও পড়ুন

৮৬. কোনটি কম্পিউটারে ছবি সম্পাদনার প্রোগ্রাম?

ক. ইলাস্ট্রেটর খ. ফটোশপ

গ. এক্সেল ঘ. এক্সেস

৮৭. ফটোশপ ফাইলের বর্ধিত নাম কোনটি?

ক. .xls খ. .docx

গ. .ppt ঘ. .jpg

৮৮. ফটোশপ প্রোগ্রামের নির্মাতা কে?

ক. স্টিভ জবস খ. জন ওয়ারনক

গ. মার্ক জাকারবার্গ ঘ. ম্যাক্সওয়েবার

৮৯. ফটোশপ প্রোগ্রামের নতুন ফাইল তৈরি করার কমান্ড কোনটি?

ক. Open খ. Prepare

গ. New ঘ. publish

৯০. রেজুলেশন কী?

ক. নির্দিষ্ট পরিমাণ কালার

খ. ছবি বড় হয়ে দৃশ্যমান হওয়া

গ. ছবি ফেটে যাওয়া

ঘ. নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৮১.খ ৮২.গ ৮৩.খ ৮৪.ক ৮৫.ক ৮৬.খ ৮৭.ঘ ৮৮.খ ৮৯.গ ৯০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন