বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রতিদান

১৫. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?

ক. সব সময় খ. সময়

গ. নিয়ত ঘ. নিরিবিলি

১৬. কবি অন্যকে আপন করতে চান, কারণ কী?

ক. কবির আপন কেউ না থাকায়

খ. কবি সবাইকে আপন ভাবেন বলে

গ. কবি অসহায় বলে

ঘ. কবিকে পর করেছে বলে

১৭. কবি দীঘল রজনী জাগেন, কারণ কী?

ক. ঘুম হরণের জন্য

খ. কবিতা লেখার জন্য

গ. শত্রুর ভয়ে

ঘ. জোনাকি পোকা দেখার জন্য

১৮. কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান?

ক. কবি সৌন্দর্যের পূজারি বলে

খ. কবির বাড়িতে ফুলের বাগান রয়েছে বলে

গ. কবিকে কাঁটা দিয়েছে বলে

ঘ. ফুল পবিত্রতার প্রতীক বলে

আরও পড়ুন

১৯. কবি ‘বিষে-ভরা বাণ’ বলতে কী বুঝিয়েছেন?

ক. বিষের পেয়ালা খ. হিংসাত্মক কথা

গ. বিষের ছুরি ঘ. বিষের বোতল

২০. ‘সাজাই নিরন্তর’ বলতে কী বোঝায়?

ক. প্রকাশ করা

খ. সৃষ্টি করা

গ. নতুনের আগমন

ঘ. ধ্বংস করা

২১. কবি জসীমউদ্​দীন ‘ঘুম হরণ’ বলতে কী বুঝিয়েছেন?

ক. ঘুম কেড়ে নেওয়া

খ. নির্ঘুম রাত কাটানো

গ. ঘুম না আসা

ঘ. ঘুমে কাতর

২২. জসীমউদ্​দীনের কবিতায় বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে?

ক. বিদেশি শব্দের ব্যবহার

খ. বহু ভাষার মিশ্রণ

গ. বাংলার গ্রামীণ জীবনের আবহ

ঘ. শহুরে জীবনের আবহ

২৩. কবি পরের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েও তাদের জন্য—

i. তাদের ঘর বাঁধতে চান

ii. ফুল দান করেন

iii. তাদের কূল বাঁধেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. ‘প্রতিদান’ কবিতায় বিষয়বস্তু হিসেবে কোনটি গুরুত্ব পেয়েছে?

ক. ক্ষুদ৶ স্বার্থ খ. ব্যক্তিগত স্বার্থ

গ. পরের স্বার্থ ঘ. বৃহৎ স্বার্থ

সঠিক উত্তর

প্রতিদান: ১৫.গ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.খ ২১.খ ২২.গ ২৩.ঘ ২৪.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন