ধ্বনিতত্ত্ব

১. ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত, সেগুলোকে একত্রে কী বলে?

ক. শ্বাসনালি খ. স্বরযন্ত্র

গ. গলনালি ঘ. বাগ্যন্ত্র

২. শরীরের ওপরের প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ—

i. শ্বাসকার্য পরিচালনা করা

ii. খাদ্য গ্রহণ করা

iii. কথা বলা

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i ও iii

৩. বাগ্​যন্ত্রের সাহায্যে আমরা কী উত্পাদন করি?

ক. ধ্বনি খ. বর্ণ

গ. শব্দ ঘ. বাক্য

৪. বাগ্​যন্ত্র তৈরি হয়—

i. ফুসফুস, শ্বাসনালি, স্বরযন্ত্র

ii. স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল

iii. দাঁত, তালু, গলনালি, মধ্যচ্ছদা, চিবুক

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৫. যে বাগ্​ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কী বলে?

ক. স্বরধ্বনি খ. স্বরবর্ণ

গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ব্যঞ্জনবর্ণ

৬. কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়?

ক. অ খ. আ

গ. ই ঘ. উ

৭. স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

৮. স্বরধ্বনি উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—

i. জিভের উচ্চতা

ii. জিভের অবস্থান

iii. ঠোঁটের আকৃতি

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৯. কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হলো—

i. মৌখিক স্বরধ্বনি

ii. অনুনাসিক স্বরধ্বনি

iii. সম্মুখ স্বরধ্বনি

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

১০. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?

ক. সম্মুখ স্বরধ্বনি

খ. মধ্য স্বরধ্বনি

গ. পশ্চাৎ স্বরধ্বনি

ঘ. নিম্ন স্বরধ্বনি

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: ১.ঘ ২.গ ৩.ক ৪.ঘ ৫.ক ৬.খ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা