বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লালসালু

৩৩. ‘লালসালু’ উপন্যাসের শেষ বাক্য কোনটি?

ক. নাফরমানি করিও না

খ. মুহূর্তের মধ্যে কেয়ামত হবে

গ. খোদার উপর তোয়াক্কল রাখো

ঘ. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে–চোখ

৩৪. দেশে দেশে পিরদের সফর শুরু হয় কখন?

ক. ধানের মৌসুমে

খ. দুর্ভিক্ষের সময়

গ. গায়েবি নির্দেশ পেলে

ঘ. মুরিদদের আহ্বান পেলে

৩৫. ‘লালসালু’ উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়?

ক. মতিগঞ্জে

খ. গারো পাহাড়ে

গ. ডোমপাড়ায়

ঘ. আউয়ালপুরে

৩৬. ‘বতোর দিন’ কিসের সঙ্গে সম্পর্কিত?

ক. ঈদ খ. পূজা

গ. চাষাবাদ ঘ. বিয়ে

আরও পড়ুন

৩৭. ‘লালসালু’ উপন্যাসে কার নিজেকে শিকড়ছাড়া বৃক্ষ মনে হয়?

ক. খালেক ব্যাপারীর

খ. মজিদের

গ. মতলুব খাঁর

ঘ. ধলা মিয়ার

৩৮. ‘তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো।’—কাদের দিল সাচ্চা?

ক. মতিগঞ্জের মানুষের

খ. গারো পাহাড়ের লোকদের

গ. মহব্বত নগরের মানুষদের

ঘ. মধুপুরের অধিবাসীদের

৩৯. মজিদ বারবার আড়চোখে আমেনা বিবির দিকে তাকাচ্ছিল কেন?

ক. রূপের মোহে

খ. ভীতি সৃষ্টি করতে

গ. কড়া শাসনে রাখতে

ঘ. মনোভাব বুঝতে

৪০. খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী?

ক. আমেনা খ. জামিলা

গ. ফাতেমা ঘ. রহিমা

৪১. মজিদের মন অন্ধকার হয়ে আসে কেন?

ক. পির সাহেবের আগমনে

খ. জামিলাকে শাসন করতে ব্যর্থ হলে

গ. আমেনা বিবি অবিশ্বাস করায়

ঘ. মাজারে সালু কাপড়ের বিবর্ণতা দেখে

সঠিক উত্তর

লালসালু: ৩৩.ঘ ৩৪.ক ৩৫.গ ৩৬.গ ৩৭.খ ৩৮.খ ৩৯.ক ৪০.ক ৪১.খ

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন